Monday 25 March 2019

এসএসসি উত্তীর্ণদের ঐতিহাসিক অনশন-অবস্হানের ২৬-তম দিনে সংহতি জানালেন ইস্পাত শ্রমিকরা ।




দুর্গাপুর,২৫শে মার্চ : ঝড়-বৃষ্টি-রোদ-ঠাণ্ডা উপেক্ষা করে খোলা আকাশের নীচে কোলকাতার প্রেস ক্লাবের সামনে গত ২৮শে ফেব্রু: থেকে এসএসসি উত্তীর্ণরা অনশন-অবস্হান করছেন নিয়োগপত্রের দাবিতে । গত ২০১৬ সালে স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ ৪৫০ হবু শিক্ষক-শিক্ষিকা তাদের নিয়োগপত্র দেবার ন্যায়সংগত দাবিতে বারে বারে রাজ্য সরকারের কাছে আবেদন জানালেও,নবান্নের টনক নড়ে নি । তাই বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষিকারা অনশন-অবস্হান শুরু করেন । তারপর বাকী টুকু ইতিহাস । পুলিশী হুংকার,শাসকদলের চোখ রাঙ্গানি,সরকারের প্রবল চাপের সামনে মূল্য গুনতে হয়েছে লড়াকু হবু শিক্ষক-শিক্ষিকাদের । দুজনের গর্ভস্হ ভ্রুণ নষ্ট হয়েগেছে,শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক অনশনকারী গুরুতর অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । তারা কেউ লড়াই ছেড়ে পালিয়ে যান নি । আবার ফিরে এসে অনশনে বসেছেন । রাজ্য-দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব জুড়ে সংগ্রামি মানুষ আজ সেলাম জানাচ্ছেন বীর-বীরাঙ্গনা অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের যারা ভয়ংকর নির্দয় স্বৈরাচারি তৃনমূল সরকারের রক্তচক্ষুর সামনে চোখে চোখ রেখে বলে দিয়েছেন – কোন আত্মসমর্পন নয় । আজ বিকালে তাদের আন্দোলনের পাশে থেকে সংহতি জানালেন দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । বিশ্বরূপ ব্যানার্জীর নেতৃত্বে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও ইউ.সি.ডব্লু.ইউ ( সি.আই.টি.ইউ ) এর এক প্রতিনিধিদল অনশন-অবস্হানরত হবু শিক্ষক-শিক্ষিকাদের সাথে দেখা করে তাদের দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করেন । তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্হলে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জী। তিনি সংহতি জানিয়ে অ্যালয় স্টিল প্ল্যান্ট- দুর্গাপুর ইস্পাত- দুর্গাপুর বাঁচানোর জন্য বিগত  চার বছর ধরে চলা ঐতিহাসিক লড়াই এর উদাহারন টেনে বলেন - আত্মসমর্পন নয়,লড়াই চলবে। এদিকে গতকালই হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ফ্যাক্স মারফৎ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ও হবু শিক্ষক-শিক্ষিকাদের অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবি জানানো হয়েছে ।








No comments:

Post a Comment