Thursday 14 March 2019

নির্বাচনে কর্মি নিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতি অনুসরন ও প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে কর্মিদের বিক্ষোভ ।




দুর্গাপুর,১৪ই মার্চ : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর আহ্বানে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( পি এ্যান্ড এ ) এর দফ্তরের সামনে দুর্গাপুর ইস্পাতের অফিস-কর্মচারিরা বিক্ষোভ দেখান । গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায় অফিস-কর্মচারিদের মধ্যে থেকে ‘পিক এ্যান্ড চুজ’ পদ্ধতিতে চিন্হিত করে নির্বাচনের কাজে পাঠিয়ে দেওয়া হচ্ছে । কোন রকম রোষ্টার মানা হচ্ছে না । এ ক্ষেত্রে স্বচ্ছতার দাবি করেছে ইউনিয়ন । পঃ বঙ্গের নির্বাচন বর্তমানে যে ভাবে হিংসাত্বক হয়ে উঠছে ,সে ক্ষেত্রে নির্বাচনের কাজে নিযুক্ত দুর্গাপুর ইস্পাতের প্রত্যেক কর্মচারির নিরাপত্বা বিধানের জন্য দাবি তুলেছে ইউনিয়ন । এ ছাড়া অফিস-কর্মচারিদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া সহ  দুর্গাপুর ইস্পাতে ও অ্যালয় স্টিল বাঁচাও সহ কারখানার মূল দাবিগুলির সম্বন্ধে ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখানে । আজকের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন পার্থ মুখার্জী,রঞ্জিত গুহঠাকুর,ললিত মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী ।





No comments:

Post a Comment