Saturday 2 March 2019

রাষ্ট্রায়ত্ব ইস্পাত উদ্যোগে বেতন-চুক্তির আলোচনা আবার শুরু ।




দুর্গাপুর,২রা মার্চ :  আজ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর আহ্বানে দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট সিভিলে অনুষ্ঠিত কনভেনশনে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত এন.জে.সি.এস-র সভায় আলোচনার অগ্রগতি সম্বন্ধে জানানো হয়। ২০১৭ সালের এপ্রিল মাসের থেকে প্রায় দুই বছর পর এই সভা অনুষ্ঠিত হল। সভায় সেইল-এর বিভিন্ন কারখানার বর্তমান অবস্থা, উৎপাদন-উৎপাদনশীলতা, আর্থিক অবস্থা প্রভৃতির পাশাপাশি জাতীয় আন্তর্জাতিক ইস্পাতের বাজার ইত্যাদি আলোচনায় হয়।দুর্গাপুরের এ.এস.পি, সালেমে, ভদ্রাবতীর ভি আই এস এল সংক্রান্ত বিষয়েও ইউনিয়নদের পক্ষ থেকে কারখানাগুলির বিলগ্নিকরণের সরকারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় এবং কারখানা পুনরুজ্জীবিত করার দাবি রাখা হয়।গত বেতন চুক্তির বকেয়া বিষয়গুলি দ্রুত লাগু করার দাবি জানানো হয়েছে। পেনশন, এইচ.আর. ইত্যাদির পাশাপাশি উদ্বৃত্ত জমি কোয়ার্টার্স বিষয়েও আলোচনা হয়। দ্রুত নতুন বেতন আলোচনা শুরু নিষ্পত্তি করতে হবে-এই দাবি জোড়ালো ভাবে জানানো হয়।
বক্তব্য রাখেন  প্রদ্যোৎ মুখার্জি, বিশ্বরূপ ব্যানার্জী, অরুণ চৌধুরী ললিত মিশ্র ।





No comments:

Post a Comment