Wednesday 20 March 2019

কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতে শ্রমিক বিক্ষোভ ।




দুর্গাপুর,২০শে মার্চ : হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ ) এর ডাকে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস) দফ্তরের সামনে কারখানায় সুরক্ষা ও শিল্প-নিরাপত্তার দাবিতে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা বিক্ষোভ দেখান। গত কয়েক বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার অভ্যন্তরে একের পর এক দুর্ঘটনার বলি হয়ছেন শ্রমিক ও আধিকারিকরা । কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এর আগে কর্মরত অবস্হায় মৃতদের মধ্যে চার টি পরিবারের এক জন পোষ্যের চাকুরীর ব্যবস্হা করে নি ।
এই বছরে ইতিমধ্যে দুর্ঘটনার বলি হয়েছেন ৩ জন । গত ১২ই মার্চ পথ দুর্ঘটনায় কারখানার অভ্যন্তরে মৃত্যু হয় কর্মরত এক আধিকারিক ও এক শ্রমিকের । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের কাছে কারখানার নিরাপত্তা বৃ্দ্ধি করতে দীর্ঘদিন ধরে চলে আসা শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে অবিলম্বে সক্রিয় করার বার বার দাবি জানালেও, কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সেই দাবি অগ্রাহ্য করছে । আজকের সমাবেশে নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ এই সেফটি কমিটি গুলিকে নিষ্ক্রিয় করে রাখার ফলে দুর্ঘটনা বেড়েই চলছে । প্রান হারাচ্ছেন শ্রমিক ও আধিকারিকরা । এরফলে শ্রমিকদের ও শ্রমিক পরিবারদের মধ্যে আতংক তৈরি হয়েছে,তাদের মনোবলে চিড় ধরেছে যা কারখানার উৎপাদনশীলতা কে ধাক্কা দিতে পারে । কর্মস্হলে সুরক্ষা পাওয়া শ্রমিকদের অধিকার । ‘রক্তপাত-শূণ্য ইস্পাত’ উৎপাদনের স্বার্থে কারখানায় অবিলম্বে  শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন স্তরের সেফটি কমিটি গুলিকে সক্রিয় করার পাশাপাশি জোরদার নজরদারি ও প্রয়োজনীয় ব্যয়-বরাদ্দের দাবি জানান নেতৃবৃন্দ । সমাবেশ চলাকালিন ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দেন । সমাবেশে বক্তব্য রাখেন প্রদ্যুৎ মুখার্জী,প্রকাশতরু চক্রবর্তী,সুব্রত ঘোষ ও বিশ্বরূপ ব্যানার্জী ।

No comments:

Post a Comment