Wednesday 27 March 2019

অ্যালয় স্টিল প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ : বেসরকারিকরনের চেষ্টার মাঝে শ্রমিকদের অধিকার হরনের চেষ্টা ।




দুর্গাপুর,২৭শে মার্চ : মাথার উপর বেসরকারিকরনের খাঁড়া ঝুলছে । মোদি সরকারের এই কুমতলবের বিরুদ্ধে চার বছর ধরে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিকরা । এই পরিস্হিতে ঘুরপথে শ্রমিকদের উপরে চাপ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ । ইতিমধ্যে কোপ পড়েছে ঠিকা শ্রমিকদের উপর । বছরে প্রাপ্য ২৩টি ছুটি একতরফা ভাবে বাতিল করে,নিয়মবিরুদ্ধ ভাবে ‘নো ওয়ার্ক,নো পে’ নীতি ফিরিয়ে আনা হয়েছে । ঠিকা শ্রমিকদের ৬টি ভি.ডি.এ বাবদ প্রাপ্য টাকা দেওয়া হয় নি । কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দেওয়া সত্বেও কন্ডিশনিং বিভাগের  ২৮ জন  ঠিকা শ্রমিকের গত ৭৮ দিন ধরে বেতন বকেয়া আছে । স্হায়ী শ্রমিকদের ক্যান্টিন অ্যালাউন্স দেওয়ার ব্যবস্হা করেনি কর্তৃপক্ষ । কোয়ার্টারের লিজিং-লাইসেন্সিং নিয়ে ক্রমাগত টালবাহানা করা হচ্ছে । বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষ,ইউনিয়নদের সাথে আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত নেওয়ার ফলে কারখানার সুস্হ পরিবেশ বিষিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনিয়ন নেতৃবৃন্দ । এছাড়াও অন্যান্য বকেয়া দাবি এবং অবিলম্বে অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারিকরনের বাতিল , দুর্গাপুর ইস্পাত ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন-সম্প্রসারনের দাবি জানিয়ে আজ সকালে কারখানার জিএম(ওয়ার্কস) ইনচার্জ এর দফ্তরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও  অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাকটার্স এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর যৌথ আহ্বানে শ্রমিকরা বিক্ষোভ জানান । বিক্ষোভ চলাকালিন দুই ইউনিয়ন এর যৌথ প্রতিনিধি দল দাবি সম্বলিত স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজয় সাহা ও নবেন্দু সরকার ।





No comments:

Post a Comment