Thursday 28 March 2019

ইস্পাতনগরীতে বেকারী বিরোধী দিবসে প্রাক্তন যুব নেতা ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে সারা জাগানো প্রচার।




দুর্গাপুর,২৮শে মার্চ : আজ বেকারী বিরোধী দিবসে, প্রাক্তন যুব নেতা ও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে সি.পি.আই.(এম) প্রার্থী আভাস রায়চৌধুরীর সমর্থনে প্রচারের ঝড় উঠল ইস্পাতনগরীতে। আজ বিকালে এ-জোনের খোলা মার্কেট থেকে একটি বিশাল মিছিল আভাস রায়চৌধুরী কে নিয়ে বিভিন্ন পথ ঘুরে আবার খোলা মার্কেটে শেষ হয়। সন্ধ্যায় বি-জোনের তিলক ময়দান থেকে অপর একটি সুবিশাল সুসজ্জ্বিত মিছিল বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে সি-জোনের মধ্য দিয়ে গিয়ে সেপকো কলোনিতে পরিক্রমা শেষ হয় । মিছিল দুটিতে প্রার্থী আভাস রায়চৌধুরী সাথে নেতৃত্ব দেন নির্মল ভট্টাচার্য,সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । দুপুরে,দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে বেকারী বিরোধী দিবসে শ্রমিক-যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আভাস রায়চৌধুরী বলেন যে বিগত ৪৫ বছরের মধ্যে বেকারী সর্বোচ্চ পর্যায় পৌঁছিয়েছে । এ ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের নীতি সম্পূর্ণ দায়ী । এই অবস্হার পরিবর্তন করতে পারে বামপন্হীরা । এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক নেতা বিশ্বরূপ ব্যানার্জী ও অন্যান্য শ্রমিক ও যুব নেতৃবৃন্দ । সমাবেশ চলাকালিন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ),ইউনাইটেড কন্ট্রাক্টার্স ওয়ার্কার্স ইউনিয়ন(সি.আই.টি.ইউ),অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার্স এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) ও ডি.ওয়াই.এফ.আই এর এক যৌথ প্রতিনিধি দল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত- অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকিকরন ও সম্প্রসারন,শূন্যপদে লোক নিয়োগ,ট্রেনী ও ঠিকা শ্রমিকদের স্হায়ীকরন,মৃত শ্রমিকের পোষ্যের চাকরীর দাবি জানিয়েছে । সমাবেশ শুরু হওয়ার আগে এক বিশাল মিছিল আভাস রায়চৌধুরী কে জয়ী করার আহ্বান জানিয়ে মেইন গেট চত্বর পরিক্রমা করে ।















No comments:

Post a Comment