Saturday 9 March 2019

কেন্দ্রিয় ও রাজ্য বাজেট বিষয়ে আলোচনাসভা ।




দুর্গাপুর,৯ই মার্চ : আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)-এর উদ্যোগে কেন্দ্রিয় ও রাজ্য বাজেট বিষয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান গৌতম গুপ্ত । তিনি বলেন যে বাজেট উভয় সরকারের অর্থনৈতিক নীতির প্রতিফলন । তিনি বলেন যে কেন্দ্রিয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না । এটি ভোট-অন অ্যাকাউন্টস মাত্র । কারন নতুন সরকার মে মাসে বাজেট পেশ করবে । সে ক্ষেত্রে নতুন বাজেট কি হবে তা বলা এখনই বলা যায় না । তবে পেশ করা ‘বাজেট’ যদি পূর্ণাঙ্গ বাজেটের মুখবন্ধ ধরা যায়,তবে দেশের অর্থনীতি,বিশেষ করে সাধারন মানুষের পক্ষে যথেষ্ঠ উদ্বেগের কারন হয়ে দাঁড়াবে । অন্যদিকে,রাজ্য বাজেটের অবস্হাও তথৈবচ । কতক গুলি জনমোহিনী প্রকল্পের কথা ঘোষনা ছাড়া,এই বাজেটে বিশেষ কোন রাজ্যের প্রকৃত উন্নয়নের  পরিকল্পনা নেই । তিনি এই প্রসঙ্গে রাজ্যের ঋণের ফাঁদে আটকে পড়ার কথা উল্ল্যেখ করে বলেন যে ২০১১ সালে রাজ্য সরকারের ঋণের পরিমান ছিল ১.৯৩ লক্ষ কোটি টাকা যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩.৯১ লক্ষ কোটি টাকা । প্রতি বছর সুদ গুনতে হচ্ছে ৬৮ হাজার কোটি টাকা । ঋণ ও সুদ শোধ করার জন্য আয়ের বিষয় বাজেটে অস্পষ্ট । ফলে ঋণ ও সুদ শোধ করার জন্য এবং সরকারি ও প্রস্তাবিত প্রকল্প ব্যয় বহনের জন্য বাজার থেকে আরও ধার করা ছাড়া,সরকারের বিকল্প কি আছে ? শিল্প-কৃষি-কর্মসংস্হান-সামাজিক সুরক্ষার মতন গুরুত্বপূর্ন বিষয়ে উভয় সরকারই জনমোহিনী নীতি ঘোষনা করলেও,প্রকৃতপক্ষে ব্যয় বরাদ্দের বিষয়ে নীরব থেকেছে ।
আলোচনাসভার শুরুতে অর্থনীতিবিদ গৌতম গুপ্ত কে ইউনিয়নের পক্ষ থেকে সম্বোর্ধনা জানান রথিন রায়,বিশ্বরূপ ব্যানার্জী ও আর.পি.গাঙ্গুলী । আলোচনাসভার সঞ্চালনা করেন সৌরভ দত্ত ।














No comments:

Post a Comment