Wednesday 15 June 2022

শ্রদ্ধায়,স্মরনে পালিত হোল শহীদ ষড়ানন মুখার্জীর ৫১-তম শহীদ দিবস।

 


দুর্গাপুর,১৫ই জুন : ১৯৭২ সালের,১৫ই জুন,ইস্পাতনগরীর তানসেন রোডে রাতের অন্ধকারে তৎকালীন শাসক কংগ্রেস দলের গুণ্ডারা খুন করেন পার্টি কর্মী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর নেতা ইস্পাত শ্রমিক ষড়ানন মুখার্জী কে । আজ সকালে তাঁর নামাঙ্কিত শহীদ বেদীতে রক্তপতাকা উত্তোলন করেন সুখময় বোস । শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুখময় বোস,সন্তোষ দেবরায়,সুবীর সেনগুপ্ত,স্বপন সরকার,দিপক ঘোষ প্রমুখ এবং ১৯৭২-৭৭ এর কালো দিনগুলির মোকাবিলায় সংগ্রামী কর্মী-নেতৃবৃন্দ । সন্ধ্যায়,জনাকীর্ণ তানসেন রোড সেক্টার অফিস “ষড়ানন ভবন”-এ শহীদ ষড়ানন মুখার্জীর স্মরনে ও বর্তমান পরিস্হিতি মোকাবিলায় করনীয় কাজের বিষয় আলোচনা সভায় বক্তব্য রাখেন রথীন রায়,জীবন রায়,সন্তোষ দেবরায়,সুখময় বোস ও বিশ্বরূপ ব্যানার্জি ।উপস্হিত ছিলেন পঙ্কজ রায় সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ।



















No comments:

Post a Comment