Wednesday, 15 June 2022

অকস্মাৎ প্রয়াত হলেন ইস্পাত শ্রমিক নেতা প্রেমনাথ মুখার্জি ।

 


দুর্গাপুর,১৫ই জুন : গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে অকস্মাৎ প্রয়াত হলেন ইস্পাত শ্রমিক ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর সহ-সম্পাদক প্রেমনাথ মুখার্জি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪।তাঁর স্ত্রী,এক পুত্র ও এক কন্যা বর্তমান।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে আসে । আজ সকালে তাঁর মরদেহ হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর দফতর বি.টি.রণদিভে নিয়ে আসা হলে মরদেহ রক্তপতাকায় আচ্ছাদিত করে শ্রদ্ধা জানান বিশ্বরূপ ব্যানার্জি,সুখময় বোস,কাজল মজুমদার ও সীমান্ত চ্যাটার্জী। মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান বিশ্বরূপ ব্যানার্জি,সুখময় বোস,কাজল মজুমদার,সীমান্ত চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে প্রয়াত প্রেমনাথ মুখার্জির কর্মস্হল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে,তাঁর মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান চিকিৎসক-নার্স-স্বাস্হ্য পরিষেবা কর্মীবৃন্দ সহ তাঁর ফার্মাসিস্ট সহকর্মীরা । ইউনিয়ন দফতর থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সেইল আবাসনে তাঁর বাড়ী ও পাড়ার ক্লাবে। পরে বীরভানুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সদাহাস্যময় ও জনপ্রিয় শ্রমিক নেতা প্রেমনাথ মুখার্জি ১৯৯৩ সালে দুর্গাপুর ইস্পাত কারখানার চিকিৎসা ও স্বাস্হ্য পরিষেবা বিভাগে ফার্মাসিস্ট হিসাবে কাজ যোগ দেন । কাজে যোগ দিয়ে তিনি হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন।  তিনি ইউনিয়ন এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করার সাথে সাথে বিজ্ঞান-সাংস্কৃতিক-সমবায় ও প্রতিবন্ধীদের কল্যানে আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন ।

 




No comments:

Post a Comment