Monday 20 June 2022

অগ্নিপথ-প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিআইটিইউ এর ডাকে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ।

    


দুর্গাপুর,২০মে : অগ্নিপথ-প্রকল্পের নামে ঠিকা-সেনা নিয়োগের জন্য মোদি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখান।সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি ও প্রদ্যুত মুখার্জি । বক্তারা বলেন যে কেন্দ্রের মোদি সরকারের বিপজ্জনক ঠিকাকরন ও বেসরকারীকরন দেশের অর্থনীতি কে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে । সীমাহীন বেকারত্ব,দারিদ্রতা,মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য কোন পদক্ষেপ গ্রহন করছে না । একই পথের পথিক রাজ্যের তৃণমূল সরকার। উল্টে সরকারি ও রাষ্ট্রায়ত্ব সংস্হা গুলো কে তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে । জনগনের দৃষ্টি কে ঘুরিয়ে দেওয়ার জন্য চলেছে সাম্প্রদায়িক প্রচার । অন্যদিকে চলছে শ্রম-কোডের নামে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা । চলছে শ্রমিকদের চরম শোষনের জন্য ঠিকা প্রথার বাড়বাড়ন্ত । দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন।সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেও মোদি সরকারের একই রকমের ঠিকাকরন ও বেসরকারীকরন করার নীতি নিয়ে চলে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি কে বিপজ্জনক অবস্হার দিকে ঠেলে দিয়েছে। কর্পোরেটদের সুযোগ করে দিয়েছে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে অবাধে দূর্ণীতি চালানোর । এই পথেই এসেছে অগ্নিপথ-অগ্নিবীর প্রকল্পের নামে ঠিকা সেনা নিয়োগ ও ছাঁটাই এর সিদ্ধান্ত । ইস্পাত শ্রমিকরা এই প্রকল্পের বিরোধীতার জন্য গড়ে ওঠা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাবে।




No comments:

Post a Comment