Sunday 5 June 2022

ভয়াবহ শ্রমিক-বিরোধী ওএসএইচ কণ্ডিশন কোড-২০২০ এর বিরুদ্ধে সিআইটিইউ : মুম্বাই সেমিনারে শ্রম কোডের বিরোধিতা ।

 


দুর্গাপুর,৫ই জুন : গতকাল,ভারত সরকারের ন্যাশানাল সেফটি কাউন্সিল পক্ষ থেকে মুম্বাইতে আয়োজিত কর্মক্ষেত্রে শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের সুরক্ষা- স্বাস্থ্য – পরিবেশ সংক্রান্ত সর্বভারতীয় সেমিনারে অংশ গ্রহন করে মোদি সরকারের ভয়াবহ শ্রমিক-বিরোধী “শ্রম-কোড” এর অন্যতম ওএসএইচ কণ্ডিশন কোড-২০২০ এর তীব্র বিরোধিতা করেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ )এর সম্পাদক ও সুরক্ষা- স্বাস্থ্য – পরিবেশ সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক প্রদ্যুত মুখার্জি । ঐ সেমিনারে তিনি ছিলেন সিআইটিইউ এর পক্ষে একমাত্র প্রতিনিধি। সেমিনারে বক্তব্য রেখে তিনি বলেন যে ১৯৪৮ সালের ফ্যাক্ট্রি অ্যাক্টের নিয়ম অনুযায়ী সপ্তাহে ৪৮ ঘন্টা কাজের বদলে নতুন আইনে সপ্তাহে ৭২ ঘন্টা কাজের বোঝা শ্রমিক-কর্মচারীদের ওপরে চাপানো হয়েছে। এর ফলে তিন শিফটের কাজ কমিয়ে দুই শিফটে হওয়ায় মালিক পক্ষ মুনাফার পাহাড় গড়লেও,বেকারত্ব বাড়বে। অন্যদিকে,কাজের সময় বৃদ্ধির ফলে শ্রমিক-কর্মচারী পেশাগত স্বাস্থ্য- সুরক্ষা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিশেষতঃ নারী শ্রমিকদের শোচনীয় অবস্হার মুখে পড়তে হবে । নতুন আইনে ১৩টি শ্রমিক অধিকার আইন কে বিলুপ্ত করে “সুরক্ষা আইন ও বিধি”-র পরিবর্তে কেবল “ সুরক্ষা মান ”  এর কথা বলে স্বাস্থ্য- সুরক্ষার বিষয়ে শ্রমিকদের আইনি অধিকার কে বিলুপ্ত করা হয়েছে । শিল্পপতিদের স্বার্থ সুরক্ষায় সেফটি ইন্সপেক্টরদের ক্ষমতা সঙ্কুচিত করার ফলে সুরক্ষা- স্বাস্থ্য – পরিবেশ সংক্রান্ত সহ ঠিকা শ্রমিকদের নুন্যতম বেতন দেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষ অবহেলা করলে যে ব্যবস্হা গ্রহনের বিধি ছিল, নতুন আইনে তার বিলুপ্তি ঘটেছে ।তিনি বলেন যে “রক্তপাত-শূন্য” উৎপাদন ব্যবস্হা গড়ে তোলার জন্য দায়বদ্ধতা কে জলাঞ্জলি দিয়ে, শ্রমিক-কর্মচারী-আধিকারিকদের পেশাগত সুরক্ষা-স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব শিল্প-খনি-বাগিচা-আইটি-সংবাদ মাধ্যম সহ অন্যান্য শিল্প গড়ে তোলার প্রচেষ্টা কে বিসর্জন দেওয়ার জন্য যে ওএসএইচ কণ্ডিশন কোড-২০২০ আইন করা হয়েছে। সিআইটিইউ এর প্রয়োগের বিরুদ্ধে ও ভয়াবহ আইন বাতিলের দাবিতে তীব্র ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর।সেমিনারে আগত প্রতিনিধিবৃন্দ সিআইটিইউ এর বক্তব্য কে স্বাগত জানিয়েছেন।





No comments:

Post a Comment