Tuesday 7 June 2022

বেতন-চুক্তি নিয়ে টালবাহানার মাঝে পিএফ-পেনশনে প্রভূত ক্ষতির মুখে ইস্পাতশ্রমিকরা : দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ ।

 


দুর্গাপুর,৭ই জুন : রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদনকারী সংস্হা সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে দীর্ঘসূত্রতায় ইস্পাত শ্রমিকদের ক্ষোভ চরমে উঠেছে । ইস্পাত শ্রমিকদের ২০১৭ সাল থেকে বেতন-চুক্তি বকেয়া রয়েছে । সিআইটিইউ এর নেতৃত্বে দীর্ঘ লড়াই এর পরে ২০১৯ সাল থেকে বেতন-চুক্তির আলোচনা শুরু হলেও কেন্দ্রের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি এখন অসমাপ্ত। ইতিমধ্যে ২০২১ সালে সাক্ষরিত ১০-বছর মেয়াদী অনায্য বেতন-চুক্তি সংক্রান্ত শ্রমিক-বিরোধী কালা “মউ-চুক্তি”-র বিরুদ্ধে সিআইটিইউ এর নেতৃত্বে শ্রমিকরা দল-মত নির্বিশেষ আন্দোলনে সামিল হয়েছেন। এই মউ-চু্ক্তি স্হায়ী ও ঠিকা শ্রমিকদের কেবল চরম বঞ্চনার দিকে ঠেলে দিচ্ছে শুধু তাই নয়,এই চুক্তি শ্রমিকদের প্রতি চরম অবজ্ঞা,অমর্যাদা ও অমানবিকতর নিদর্শন । এই চুক্তিতে তরুন স্হায়ী শ্রমিকদেরও চরম বঞ্চনা করা হয়েছে । অথচ কোভিড অতিমারীর মধ্যে স্হায়ী ও ঠিকা শ্রমিকরা একযোগে কাজ করে সেইলের উৎপাদন সুউচ্চ পর্যায় পৌঁছে দিয়ে রেকর্ড পরিমানে সর্বকালীন সেরা মুনাফা অর্জন করতে সহয়তা করেছেন।অন্য দিকে প্রভিডেন্ট ফাণ্ডের সুদ হার কমানোর ফলে  ইস্পাত শ্রমিকরাও নিদারুন ক্ষতির মুখে পড়তে চলেছেন । একই অবস্হা হতে চলেছে ন্যাশানাল পেনশন স্কীমে যে শ্রমিকরা যোগ দিয়েছেন,তারাও প্রভূত ক্ষতির মুখে পড়েছেন । সিআইটিইউ এর পক্ষ থেকে আগেই সেইলের পেনশন স্কীমের বদলে শেয়ার-বাজার নির্ভর ন্যাশানাল পেনশন স্কীমে যোগ না দেওয়ার জন্য আহ্বান জানানো হয় । যে সব শ্রমিকরা ইতিমধ্যে ন্যাশানাল পেনশন স্কীমে যোগ দিয়েছেন,তারা শেয়ার-বাজারে সাম্প্রতিক ধসের ফলে প্রভূত ক্ষতির মুখে পড়েছেন । আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস) দফতরের সামনে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )-এর ডাকে দলে দলে ইস্পাত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ দেখান । সমাবেশে বক্তারা বলেন যে অবিলম্বে কালা মউ-চুক্তির বাতিল করে ন্যায্য ও সম্মানজনক পাঁচ বছর মেয়াদি পুর্নাঙ্গ বেতন-চুক্তি করে প্রাপ্য সম্পূর্ন এরিয়ার মেটাতে হবে,এনপিএস চাপানো যাবে না, ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তিতে অন্তর্ভূক্তিকরন,স্হায়ীকরন,ভিডিএ,পিএফ-ইএসআই এর বাধ্যতমূলক অন্তর্ভূক্তি সহ পিএফ এর সুদ বৃদ্ধি, সমস্ত ধরনের বেসরকারীকরনের প্রয়াস বাতিল সহ অন্যান্য দাবিতে সোচ্চার হয়ে বৃহত্তর শ্রমিক ঐক্য গড়ে তুলে জোরদার আন্দোলনের আহ্বান জানান। সমাবেশ চলাকালীন ইউনিয়নের এক প্রতিনিধি দলের পক্ষ থেকে ইডি( ওয়ার্কস ) এর কাছে এই বিষয়ে দাবি-সম্বলিত স্মারক-লিপি জমা দেওয়া হয় । সমাবেশে বক্তব্য রাখেন সন্দীপ পাল,সৌরভ দত্ত,নিমাই ঘোষ,প্রকাশতরু চক্রবর্তি,সীমান্ত চ্যাটার্জি ও বিশ্বরূপ ব্যানার্জি ।










No comments:

Post a Comment