Thursday 9 June 2022

প্রয়াত ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য নির্মল ভট্টাচার্য।

 


দুর্গাপুর,৯ই জুন : গতকাল রাতে দুর্গাপুরে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য ও পার্টির সর্বক্ষনের কর্মী নির্মল ভট্টাচার্য।তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫।রেখে গেলেন স্ত্রী তথা মহিলানেত্রী মিতা ভট্টাচার্য,কন্যা-জামাতা-নাতি-পুত্র সহ আত্মীয়-স্বজন সহ সহকর্মী-সমর্থকদের।

আজ সকালে তাঁর মরদেহ দুর্গাপুর ইস্পাতনগরীর শহীদ আশিস-জব্বার ভবনে নিয়ে আসা হলে অপেক্ষমান অজস্র মানুষের ভীড়ে অনেকেই কান্নায়  ভেঙ্গে পড়েন। তাঁর মরদেহ কে রক্তপতাকায় আচ্ছাদিত করে সম্মান জানান পার্টির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী,রথিন রায়,সন্তোষ দেবরায় ও অজিত মন্ডল। মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জানান গৌরাঙ্গ চ্যাটার্জী,রথিন রায়,সন্তোষ দেবরায় ও অজিত মন্ডল স হউপস্হিত পার্টির অন্যান্য জেলা কমিটির সদস্য,পার্টি  ও গণসংগঠনের নেতৃবৃন্দ-কর্মী-সমর্থক সহ বহু সাধারন মানুষ।সিপিআই এর পক্ষ থেকে মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পার্টি নেতা মদন ঘোষ ও অমল হালদারের পক্ষ থেকেও মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী বলেন যে পার্টি নেতা নির্মল ভট্টাচার্য পার্টি ও গণআন্দোলনে নেতৃত্বদান ও তত্ত্বের প্রয়োগে ক্ষেত্রে উজ্জ্বল ভুমিকা নিষ্ঠা ভরে পালন করেছেন। পাশাপাশি সাংস্কৃতিক ও সমবায় আন্দোলন বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। প্রয়াত নেতার অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার আহ্বান জানিয়ে তিনি প্রয়াত নেতার পরিবারের প্রতি জেলা কমিটির পক্ষ থেকেও গভীর শোকপ্রকাশ করেন।এর পরে তার মরদেহ তাঁর বাসস্হান,ন্যাশানাল বুক এজেন্সি ও শহীদ বিমল দাসগুপ্ত ভবনে নিয়ে যাওয়া হয় ও শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং শহীদ বিমল দাসগুপ্ত ভবন থেকে ডিএমসি মোড় পর্যন্ত শোক মিছিল করা হয়। পরিশেষে তাঁর ও পরিবারের ইচ্ছানুসারে চিকিৎসা শাস্ত্রের গবেষনার মরোণোত্তর দেহদান করা হয়। স্হানীয় আই কিইউ সিটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে মরদেহ তুলে দেন তাঁর স্ত্রী-কন্যা-পুত্র।উপস্হিত ছিলেন পার্টি নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত জীবনী : ১২ই জানুঃ,১৯৫৭ সালে মধ্যমগ্রামে জন্মগ্রহন করেন নির্মল ভট্টাচার্য। ১৯৬০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানায় কর্মরত মামার বাড়ীতে আসেন ও ইস্পাতনগরীর এ’জোন বয়েস মাল্টিপারপাস স্কুলে পড়াশোনা করেন। এই সময়ে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে বিপিএসএফ যোগদান করেন ও ১৯৭৪ সালে পার্টি সভ্যপদ লাভ করেন । ১৯৭২-৭৭ সালের সন্ত্রাসের দিনগুলিতে পার্টির নির্দেশে আত্মগোপন করে ছাত্র-যুব সংগঠন বিস্তারে ঝুঁকি নিয়ে কাজ করে যান । ১৯৮০ সালে দুর্গাপুরে ন্যাশানাল বুক এজেন্সির কাজে যোগদান করেন । ১৯৮৮ সালে পার্টির সর্বক্ষণের কর্মী হিসাবে দুর্গাপুর ইস্পাতের সাংগঠনিক অঞ্চলে কাজ শুরু করেন। শাখা সম্পাদক,আঞ্চলিক কমিটির সম্পাদক,জোনাল সদস্য ও ২০১২ সালে পার্টির অবিভক্ত বর্ধমান জেলা কমিটির সদস্য এবং পরবর্তীতে আমৃত্যু পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য হিসাবে মতাদর্শ ও সাংগঠনিক দক্ষতার সংমিশ্রনে দায়িত্ব পালন করে গেছেন প্রয়াত পার্টি নেতা নির্মল ভট্টাচার্য।



























































No comments:

Post a Comment