Tuesday 14 June 2022

সেইল-আরআইএনএল এর বেতন-চুক্তি নিয়ে টালবাহানায় ঠিকা শ্রমিকদের বিক্ষোভ ।

 


দুর্গাপুর,১৪ই জুন : দ্রুত গতিতে বাড়ছে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব ইস্পাত উৎপাদক সংস্হা সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত শ্রমিকদের মধ্যে ঠিকা শ্রমিকদের সংখ্যা । সেইল ও আরআইএনএল-এ বর্তমানে প্রায় ৮০,০০০ হাজার ঠিকা শ্রমিক কর্মরত আছেন । করোনা অতিমারীর মধ্যেও ইস্পাত শ্রমিকদের অসাধারন কর্মপ্রচেষ্টার ফলে সেইল অতি মুনাফা করে চলেছে। এই কর্মপ্রচেষ্টার মধ্যে সেইল ও আরআইএনএল-এ বর্তমানে কর্মরত ঠিকা শ্রমিকদের অসামান্য ভুমিকা কে নূন্যতম স্বীকৃতি দিতে চাইছে না মোদি সরকারের ইস্পাত মন্ত্রকের অধীনস্ত সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । ইতিমধ্যে সেইল ও আরআইএনএল-এর বেতন-চুক্তির জন্য যে কালা মউ-চুক্তি করা হয়েছে,সিআইটিইউ সেই চুক্তি কে শ্রমিক-বিরোধী আখ্যা দিয়ে সই করে নি । এই চুক্তিতে স্হায়ী শ্রমিকদের চুড়ান্ত বঞ্চনা করা হয়েছে । অন্যদিকে এই চুক্তিতে ঠিকা শ্রমিকদের সম্পূর্ণ ভাবে বাইরে রেখে কর্তৃপক্ষ তাদের প্রতি চুড়ান্ত অসম্মান প্রদর্শন করছে বলে অভিযোগ জানিয়েছে সিআইটিইউ। এর প্রতিবাদে সেইল ও আরআইএনএল-এ সিআইটিইউ এর নেতৃত্বে ঠিকা শ্রমিকদের জোড়ালো আন্দোলন চলছে । সিআইটিইউ ইতিমধ্যেই সুপ্রীম কোর্টের “ সম কাজে-সম বেতন “ নির্দেশ সেইল ও আরআইএনএল-এর ঠিকা শ্রমিকদের স্বার্থে লাগু করার জন্য বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলেছে।ঠিকা শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে স্হায়ী শ্রমিকরাও তাদের আন্দোলনের পাশে সর্বশক্তি দিয়ে থাকছেন । এতেই প্রমাদ গুনেছে সেইল ও আরআইএনএল-এর কর্তৃপক্ষ । মজবুত শ্রমিক ঐক্য ভাঙ্গার জন্য প্রতিহিংসাপরায়ন আচরন করছে কর্তৃপক্ষ বলে সিআইটিইউ অভিযোগ করেছে।অবিলম্বে বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে ঠিকা শ্রমিকদের শান্তিপূর্ন আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারনে ভিলাই স্টিল প্ল্যান্টের স্হায়ী শ্রমিক ও সিআইটিইউ নেতা যোগেশ কুমার সোনি,জামিল আহমেদ  ও কমলেশ কুমার চোপড়ার দুটি করে ইনক্রিমেন্ট কেটে নেওয়া হয়েছে । সিআইটিইউ এর সর্বভারতীয় সম্পাদক তপন সেন লিখিত ভাবে ভিলাই স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষ কে অবিলম্বে এই শাস্তিমুলক ব্যবস্হা প্রত্যাহারের দাবি জানিয়েছেন । আগামীকাল দিল্লিতে বেতন-চুক্তি সংক্রান্ত এনজেসিএস এর সভায় ঠিকা শ্রমিকদের বেতন-চুক্তি আলোচনা হওয়ার কথা থাকলেও, তুচ্ছ কারন দেখিয়ে কর্তৃপক্ষ সভা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ )-এর সর্বভারতীয় সম্পাদক ললিত মিশ্র । তিনি আরও বলেন যে স্হায়ী শ্রমিকদের নূন্যতম বেতন, ঠিকা শ্রমিকদের বেতন-কাঠামো গঠন সহ অন্যান্য দাবিতে সিআইটিইউ লাগাতার লড়াই চালিয়ে আসছে । আজ ও আগামীকাল সেইল-আরআইএনএল এর সব ইউনিটে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে । এই দাবিতে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন গেটে ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কার্স ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে ঠিকা শ্রমিকরা বিক্ষোভ দেখান।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আশিস মিশ্র,প্রদ্যুত মুখার্জী ,নিমাই ঘোষ ও কালি কুমার সান্যাল। একই দাবিতে,অ্যালয় স্টিল প্ল্যান্ট কন্ট্রাক্টার এম্পলিয়জ ইউনিয়ন (সিআইটিইউ) ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর যৌথ আহ্বানে অ্যালয় স্টিল প্ল্যান্টের ঠিকা ও স্হায়ী শ্রমিকরা মিছিল করেন এবং টিএ বিল্ডিং –এ টাউনশীপ কন্ট্রাক্টার এমপ্লয়িজ ইউনিয়নের ( সিআইটিইউ ) এর পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ হয়।












No comments:

Post a Comment