Wednesday 1 June 2022

‘লেনিন সরণী’-র নাম পরিবর্তনের কোন চেষ্টা বরদাস্ত করবে না ইস্পাত শ্রমিকরা : জানিয়ে দিল সিআইটিইউ ।

 


দুর্গাপুর,১লা জুন : ইতিহাস মুছে দেওয়া,বিকৃতি করার জন্য সারা দেশে সংঘ পরিবার যে প্রয়াস নিয়েছে,তারই প্রতিফলন কি দুর্গাপুরে ‘লেনিন সরণী’-র নাম পরিবর্তনের জন্য দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্ত কে প্রভাবিত করছে? – এই জিজ্ঞাসা এখন দুর্গাপুরের শ্রমিক মহলে ঘোরাফেরা করছে । ১৯৫০ এর দশকের থেকে গড়ে ওঠা দুর্গাপুর শিল্পনগরী,স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের বিশেষ করে বামপন্হী শ্রমিক আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে । তাই দুর্গাপুরের শ্রমিক ও গনতান্ত্রিক আন্দোলনের কাছে আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের অন্যতম এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও কর্নধার কমরেড লেনিন এক অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম।প্রসঙ্গত, কমরেড লেনিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন হোল বিশ্বের প্রথম রাষ্ট্র যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে খোলাখুলি সমর্থন জানায় । ১৯৬০ এর দশকে দুর্গাপুরের বিখ্যাত মাইনিং অ্যান্ড অ্যালায়েড মেশিনারি কর্পোরেশন ( এমএএমসি) ও ভারত অপথ্যালমিক গ্লাস লিমিটেড( বিওজিএল) কারখানা দুটি গড়ে ওঠে সোভিয়েত ইউনিয়নের সহায়তায়।ঐতিহাসিক ভারত-সোভিয়েত মৈত্রি চুক্তি কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও ভারত-রাশিয়া মৈত্রিবন্ধনের আবদ্ধ । দুর্গাপুর শিল্পনগরীর সাথে এমএএমসি ও বিওজিএল কারখানা সহ অসংখ্য কারখানার সংযোগকারী রাস্তা হোল ‘লেনিন সরণী’। বাজপায়ী নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার(যে মন্ত্রীসভার অন্যতম মন্ত্রী ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি)এর আমলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ব কারখানা বন্ধ ও ধংস্ব করার কাজ শুরু হয়ে যায় । সেই সময় একে একে বন্ধ করে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ব কারখানা এমএএমসি,ফার্টিলাইজর ও পরবর্তীতে ভারত অপথ্যালমিক ।এই সময়ে রাজ্যে বামফ্রন্ট সরকারে উদ্যোগে ‘লেনিন সরণী’-র দু-পাশে গড়ে ওঠে অসংখ্য কারখানা । বর্তমান দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৃণমূল পরিচালিত  পৌর বোর্ড আচমকাই ঐতিহ্যবাহী ‘লেনিন সরণী’-র নাম পরির্তন করে সদ্য প্রয়াত গায়িকা লতা মঙ্গেসকারের নামাঙ্কতি করতে চেয়ে  প্রস্তাব গ্রহন করেছে।সিপিআই-এম ও বামফ্রন্ট সহ অন্যান্য বাম দল গুলি একাট্টা হয়ে পত্রাপাঠ এই প্রস্তাব খারিজ করে দেয় ও বিশাল প্রতিবাদ সভা সংগঠিত করে । বিভিন্ন সাংস্কৃতিক ও নাগরিক সংগঠন এই প্রস্তাবের বিরোধিতা করছে । আজ, ইস্পাত শ্রমিক সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর  দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পক্ষ থেকে যৌথ প্রতিনিধিদলের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার এডিএম ও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পুর কমিশনার ময়ূরী ভাসু ও এসডিএম শেখর কুমার চৌধুরীর সাথে দেখা করে ইউনয়নের পক্ষ থেকে এক স্মারক লিপি জমা দিয়ে অবিলম্বে এই ‘আপত্তিকর’ প্রস্তাব বাতিলের দাবি জানানো হয় । স্মারক লিপিতে তুলে ধরা হয় যে ১৯৬৫ সালে তৎকালিন কংগ্রেস সরকারের সময় দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ( ডিডিএ ) ‘লেনিন সরণী’-র নামকরন করে । দেশ ও বিদেশের বহু মনীষীর নামে ইস্পাতনরী সহ দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তার নামকরন করা হলেও,এর পরিবর্তনের কোন উদাহরন নেই। দুর্গাপুরের বহু গুরুত্বপূর্ণ রাস্তার এখন নামকরন হয় নি । সেই রকম কোন রাস্তার নামাঙ্কন প্রয়াত গায়িকা লতা মঙ্গেসকারের নামে করলেই তবেই তাঁর প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হবে। কিন্তু কোন ভাবেই ‘লেনিন সরণী’-র নাম পরিবর্তন করে ইতিহাস মুছে দেওয়া,বিকৃতি করা চলবে না ও শ্রমিক শ্রেনীর নেতা কমরেড লেনিনের নাম মুছে ফেলে শ্রমিকদের অপমান করার প্রচেষ্টা বরদাস্ত করবে না ইস্পাত শ্রমিকরা। আজ কমরেড লেনিনের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে,কাল গান্ধীজী-নেহেরু-সুভাষচন্দ্র বসু-ভগৎ সিং-অ্যানি বেসান্তের নাম মুছে ফেলার চেষ্টা হবে । ইস্পাত শ্রমিক সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিআইটিইউ) এর পক্ষ থেকে এই আশংকা প্রকাশ করেন বিশ্বরূপ ব্যানার্জি । প্রতিনিধিদলে ছিলেন বিশ্বরূপ ব্যানার্জি,ললিত মিশ্র,সীমান্ত চ্যাটার্জী সৌরভ দত্ত ও নিখিল কুমার দাস । 




No comments:

Post a Comment