Sunday 5 June 2022

ইস্পাতনগরীতে পালিত হোল বিশ্ব পরিবেশ দিবস : পরিবেশ রক্ষার আন্দোলন কে জোরদার করার আহ্বান জানালো সিআইটিইউ ।

 


দুর্গাপুর,৫ই জুন : আজ বিশ্ব পরিবেশ দিবস । এই উপলক্ষে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর পক্ষ আজ বিকালে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে বৃক্ষরোপন করা হয় । ইউনিয়ন এর পক্ষ থেকে সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক সীমান্ত চ্যাটার্জী জানিয়েছেন যে ইস্পাতনগরী সহ সমগ্র দুর্গাপুর এবং দুর্গাপুর ইস্পাত ও মিশ্র ইস্পাত কারখানায় পরিবেশ রক্ষার জন্য ইউনিয়ন এর পক্ষ ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হয়ছে । আগমীদিনে এই আন্দোলন আরোও জোরদার করা হবে । ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির পক্ষ থেকে দিপক ঘোষ পরিবেশ রক্ষার আন্দোলন কে জোরদার করার জন্য বিজ্ঞান-মনস্ক দৃষ্টিভঙ্গীর প্রসারের আহ্বান জানান । আগামী দিনে ইস্পাতনগরী ও সংলগ্ন অঞ্চলে তামলা নদী - রাজগির নালা সহ জলাভূমি-পুকুর-দীঘির সংস্কার ও বনাঞ্চল বাঁচানোর জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে ।






No comments:

Post a Comment