Thursday 3 November 2022

রাজ্যে আরপিডব্লুডি অ্যাক্ট ২০১৬ কার্যকর করার দাবিতে ডেপুটেশন।

 


দুর্গাপুর,৩রা নভেম্বর :  ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয় প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার আইন (আর পি ডব্লু ডি অ্যাক্ট ২০১৬)। এই আইনে মোট ২১ ধরনের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী প্রতিবন্ধকতা রাজ্য তালিকাভুক্ত হওয়ার কারণে কোনো রাজ্য সরকার আইনটি বিধি প্রণয়ন না করলে আইনের সুযোগ থেকে বঞ্চিত হবেন সেই রাজ্যের প্রতিবন্ধকতাযুক্ত মানুষ। ইতিমধ্যে দেশের বেশকিছু রাজ্য বিধি প্রণয়ন করলেও পশ্চিমবঙ্গে হয় নি।

আজ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী দুর্গাপুর ইস্পাত কমিটির পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে অবিলম্বে রাজ্যে আরপিডব্লুডি অ্যাক্ট ২০১৬ কার্যকর করা সহ অন্যান্য দাবিতে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, মলয় জাসু, দীপঙ্কর চৌধুরী, রূমা মন্ডল, সুব্রত সরকার, দিলীপ পাত্র,প্রমুখ।

No comments:

Post a Comment