Wednesday 23 August 2023

প্রয়াত তিন শ্রমিক নেতাকে স্মরণ করল ইস্পাতনগরী ।

 


দুর্গাপুর,২৩শে আগস্ট : আজ সন্ধ্যায়, ইস্পাতনগরীর বি-জোনে,হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন( সিআইটিইউ ) এর পক্ষ থেকে প্রয়াত তিন শ্রমিক নেতা নির্মলচন্দ্র পাল,দ্বারিকানাথ ঘোষ ( ডি এন ঘোষ ) ও শক্তি মাজির স্মরণ সভার আয়োজন করা হয় । তিন নেতাই ১৯৬০ এর দশকে দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক হিসাবে কাজে যোগদান করেন এবং পরবর্তিতে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নে যোগদান করে ধাপে ধাপে ইউনিয়নের নেতৃত্বপদে আসীন হয়েছিলেন। ১৯৭০ এর দশকে পঃবঙ্গে গনতন্ত্রের কালো দিন গুলিতে ভারতের তারা কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র সভ্যপদ লাভ করেন । প্রায় ছয় দশক ধরে প্রয়াত তিন শ্রমিক নেতা ইউনিয়ন ও পার্টি পরিচালনায় যে দক্ষতা,সাহস ও মতাদর্শের প্রতি অবিচল থেকে দুর্গাপুরের শ্রমিক ও গন আন্দোলন কে নেতৃত্ব দিয়েছলেন সেই কথা তুলে ধরে বক্তারা আগামী দিনে তাদের সেই সংগ্রামী জীবনের উদাহরন কে স্মরন রেখে শ্রমিক ও গন আন্দোলন কে বিকশিত করার দক্ষতা অর্জনের আহ্বান জানান। বক্তব্য রাখেন রথিন রায়,সুখময় বোস,কিঙ্কর ঘোষ,বিশ্বরূপ ব্যানার্জি ,সীমান্ত চ্যাটার্জি,ললিত মিশ্র,দেবাশীস পাল প্রমুখ। সঞ্চালনা করেন স্বপন মজুমদার।



নির্মলচন্দ্র পাল


দ্বারিকানাথ ঘোষ ( ডি এন ঘোষ )

শক্তি মাজি


No comments:

Post a Comment