Saturday 26 August 2023

খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ইস্পাতনগরীতে সভা।

 


দুর্গাপুর,২৬শে আগস্ট : ৩১শে আগষ্ট,১৯৫৯ সালে খাদ্যের দাবীতে,কমিউনিষ্ট পার্টি ও বামপন্হী দলগুলির ডাকে কলকাতার রাজপথে  আন্দোলনরত মানুষের উপরে লাঠি-বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন রাজ্য সরকারের পুলিশ ৮০ জন নিরস্ত্র মানুষকে অবলীলায় ঠান্ডা মাথায় খুন করে এবং ৩০০০ এর বেশী মানুষকে আহত করে । ১৯৭৮ সাল থেকে বামফ্রন্টের পক্ষ থেকে এই দিনটি খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস হিসাবে পালন করা হয় ।এই বছরে ৩১শে আগষ্ট খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস পালন ও জনগনের জ্বলন্ত সমস্যার সমাধনের দাবিতে রাজ্য বামফ্রন্টের ডাকে ঐ দিন কলকাতার ধর্মতলায় বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ঐ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে এবং খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ইস্পাতনগরীর চন্ডিদাস বাজারে আজ সন্ধ্যায় ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র,স্বপন সরকার ও আল্পনা চৌধুরি । 








No comments:

Post a Comment