Tuesday 1 August 2023

দুর্গাপুর ইস্পাত কারখানায় সিআইটিইউ এর ডাকে বিক্ষোভ সমাবেশ ।

 


দুর্গাপুর,১লা আগস্ট: দীর্ঘ দিন ধরে কেন্দ্রিয় রাষ্ট্রায়ত্ব সংস্হা সেইল-আরআইএনএল কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য ৩৯ মাসের বকেয়া সহ অন্যান্য নায্য পাওনা আটকে রেখেছে। ঠিকা শ্রমিকদের এখনও বেতন-চুক্তির আওতায় আনেনি।অন্যদিকে বেহাল ইস্পাতনগরীর নাগরিক পরিষেবা ব্যবস্থা।তারই মাঝে একতরফাভাবে শ্রমিক বিরোধী আর.এফ.আই.ডি এবং বায়োমেট্রিক হাজিরা চাপিয়ে দেবার চেষ্টা করছে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ।দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারনের জন্য উদ্যোগ নিচ্ছে না। এর প্রতিবাদে আজ সকালে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ  বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র,সীমান্ত চ্যাটার্জী ও প্রকাশতরু চক্রবর্তি।সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়।








No comments:

Post a Comment