Wednesday 9 August 2023

ইস্পাতনগরীতে উদ্বোধন হোল ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র : অনুষ্ঠিত হল শহীদ নিমাই অধিকারী-প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ।

  


দুর্গাপুর,৯ই আগস্ট : আজ বিকালে,ইস্পাতনগরীর বি-জোন নাগার্জুন রোডে মিলন চক্র ক্লাবের এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হোল শহীদ আশিস-জব্বার  ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র। ইস্পাতনগরীর বি-জোন রেড ভলান্টিয়ার্সের উদ্যোগে গড়ে এই ভ্রাম্যমান স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত ভাবে ইস্পাতনগরীর বস্তি গুলিতে এবং সংলগ্ন গ্রামাঞ্চলের মানুষ কে চিকিৎসা সহায়তা জোগাবে । অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বপন সরকার,পার্থ দাস,সুখময় বোস ও আশিসতরু চক্রবর্তি।উপস্হিত ছিলেন ডাঃ তুহিন কুমার বিশ্বাস, ডাঃ দেবশ্রী ভট্টাচার্য,রথিন রায়,সন্তোষ দেবরায় প্রমুখ ।

অন্যদিকে,আজ বিকালে,ট্রাঙ্ক রোড ফুটবল ময়দানে, অনুষ্ঠিত হল ইউনাইটেড কন্ট্রাকটর্স ওয়ার্কার্স ইউনিয়ন ( ইউ.সি.ডব্লু.ইউ , সি.আই.টি.ইউ ) পরিচালিত শহীদ নিমাই অধিকারী প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দুর্গাপুরের টি বাছাই করা সেরা টিমকে নিয়ে এবারের টুর্নামেন্টের খেলা হয় জমজমাট এই ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলা দেখতে উপস্হিত ছিলেন কয়েক হাজার দর্শক। খেলায় নবারুন অ্যাথলেটিক ক্লাব - গোলে ভারতী ভলিবল ক্লাব কে পরাজিত করে। টুর্নামেন্টের মহঃ রফি ফেয়ার প্লে ট্রফি পেয়েছে টাউন ক্লাব ।উপস্হিত ছিলেন প্রাক্তন ভারতের জাতীয় দলের ফুটবলার আলোক দাস,সীমা দত্ত চ্যাটার্জী,সৌরভ সেন,জীবন রায়, সন্তোষ দেবরায়,পঙ্কজ রায় সরকার,রথিন রায়,সুখময় বোস,সুনীল খান,দীপ্তেন্দু ঘোষ, প্রমুখ ।












































No comments:

Post a Comment