Friday 18 August 2023

জলপাইগুরিতে পার্টির জেলা দপ্তর ও বামপন্থী গনসংগঠনগুলির দপ্তরে হামলা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ইস্পাতনগরীতে মিছিল।

 


দুর্গাপুর,১৮ই আগস্ট : গত বুধবার, জলপাইগুরিতে পার্টির জেলা দপ্তর ও বামপন্থী গনসংগঠনগুলির দপ্তরে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদ নামধারী একদল দুষ্কৃতি দল এবং ভাঙ্গচূর চালায়। পাল্টা প্রতিরোধ হয়।এরপরে পুলিশ হামলাকারীদের পরিবর্তে গ্রেপ্তার করে পার্টি নেতৃবৃন্দ কে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠায় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর খুনের ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূলের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়ে “মার্কসবাদী”-দের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলার পরপরে এই হামলা,জেলে পাঠানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদে আজ সন্ধ্যায়, ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী)-র দুর্গাপুর ইস্পাত ১ ও ২ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে ইস্পাতনগরীর বি-জোন মেইনটেনেন্স থেকে চন্ডিদাস বাজার পর্যন্ত মিছিল হোল।মিছিল থেকে হামলার ঘটনায় যুক্ত দুষ্কৃতিদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিরপরাধ জেল বন্দীদের অবিলম্বে মুক্তির আওয়াজ ওঠে । মিছিলে ছিলেন সুবীর সেনগুপ্ত,বিশ্বরূপ ব্যানার্জি, দিপক ঘোষ, স্বপন সরকার,প্রমুখ। মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র।










No comments:

Post a Comment