Tuesday 8 August 2023

রবীন্দ্র-স্মরণে ইস্পাতনগরী।

 


দুর্গাপুর,৮ই আগস্ট : আজ ২২শে শ্রাবণ।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২-তম প্রয়াণ দিবস। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে পঃবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের দুর্গাপুর ইস্পাত ২ ( এ-জোন ) অঞ্চল সমিতির পক্ষ থেকে আজ সন্ধ্যায়  ইস্পাতনগরীর অশোক এভিন্যু খোলা মার্কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিভিন্ন শিল্পীরা একক গান-আবৃতি-নৃত্য পরিবেশন করেন । নব মুক্তমঞ্জরী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন সমবেত রবীন্দ্র সঙ্গীত ও লহরী গোষ্ঠীর শিল্পীরা মনিপুর দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদী গীতিনৃত্য আলেখ্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে কবি মৃণাল ব্যানার্জির নতুন কাব্যগ্রন্থ ,”যা দেখেছি চোখের আলোয়” আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন প্রতিযশা রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,সীমান্ত তরফদার প্রমুখ। সঞ্চালনা করেন সমীর দাস ও সোমা তরফদার ।















No comments:

Post a Comment