Monday 14 August 2023

সি.আই.টি.ইউ এর ডাকে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হচ্ছে –‘যে স্বাধীনতা চেয়েছিলাম… ।

 


দুর্গাপুর,১৪ই আগস্ট :২০১৮ সালের ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে সি.আই.টি.ইউ- পক্ষ থেকে দেশ জুড়েসামুহিক জাগরন’-এর ডাক দেওয়া হয়েছিল ক্ষুধাঅপুষ্টিনিরক্ষরতা-রুগ্নতা-বেকারী-ধারের বোঝা থেকে আজাদি চাই আহ্বান জানিয়ে ঐ বছর থেকে ধারাবাহিকভাবে ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে,হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সি.আই.টি.ইউ ) এর উদ্যোগে শিল্পী-সাহিত্যিক-রাজনীতি সহ সমাজের বিভিন্ন স্তরের কৃতী ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সংগঠন গুলির অংশ গ্রহনে শুরু হয় ১৪ই আগস্টের সন্ধ্যায় শুরু হয়সামুহিক জাগরনএর দাবি-সমূহ নিয়ে –‘যে স্বাধীনতা চেয়েছিলাম…’।আজ বৃষ্টি-মুখরিত সন্ধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে –‘যে স্বাধীনতা চেয়েছিলাম…’।বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ উপস্হিত হয়েছেন। রঙিন আলোয় সেজে উঠেছে বি.টি.রণদিভে ভবনে ইউনিয়নের পক্ষে বিশ্বরূপ ব্যানার্জি জানিয়েছেন যে আজ সন্ধ্যায় একটানা অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য অনুষ্ঠান। উপস্থিত থাকবেন শহীদ দেবপ্রসাদ দাস ও ঊষারাণী দাসের পুত্র আইনজীবি দীপঙ্কর দাস,শিল্পী শুভাপ্রসাদ নন্দী মজুমদার প্রমুখ । ইন্দ্রজাল প্রদর্শন করবেন জাদুকর এস উত্তম,মুকাভিনয় প্রদর্শন করবেন সুব্রত দাস,বাঁশি বাজিয়ে শোনাবেন সমুদ্রনীল দত্ত ও মাউথ অর্গান বাজিয়ে শোনাবেন পান্না দত্ত। সঙ্গীত পরিবেশন করবে সেতু,লহরী,নব মুক্তমঞ্জরী ও ভারতীয় গণনাট্য সংঘের ইস্পাত (দুর্গাপুর ) শাখা। কবিতা আলেখ্য পরিবেশন করবে বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র ও মিত্রমেলা কিশোর বাহিনী । আনকার্টেনের পক্ষ থেকে “শব” ও শিল্পায়ন (দুর্গাপুর ) এর পক্ষ থেকে “মুখোশ” নাটক দুটি মঞ্চস্থ করা হবে। ইউনিয়নের পক্ষে উদ্বোধনী বক্তব্য রাখেন সীমান্ত চ্যাটার্জী।











No comments:

Post a Comment