Tuesday 29 August 2023

৩১শে আগস্ট ধর্মতলায় সমাবেশ ও ১লা সেপ্টেঃ ইস্পাতনগরীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে সভা।

 


দুর্গাপুর,২৯শে আগস্ট : এই বছরে ৩১শে আগষ্ট খাদ্য ও গণ–আন্দোলনের শহীদ দিবস পালন ও জনগনের জ্বলন্ত সমস্যার সমাধনের দাবিতে রাজ্য বামফ্রন্টের ডাকে ঐ দিন কলকাতার ধর্মতলায় বৃহত্তর সমাবেশের ডাক দেওয়া হয়েছে।ঐ সমাবেশ কে সফল করার আহ্বান জানিয়ে এবং খাদ্য আন্দোলন সহ গণ আন্দোলনের অমর শহীদদের স্মরণে ও আগামী ১লা সেপ্টেঃ ইস্পাতনগরীতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির সপক্ষে মহামিছিল সফল করার আহ্বান জানিয়ে আজ সন্ধ্যায় ইস্পাতনগরীর আশিস মার্কেটে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ১ এরিয়া কমিটির উদ্যোগে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন ললিত মিশ্র ও জীবন আইচ ।সন্ধ্যায় সেইল সমবায় আবাসন অঞ্চলে কবিগুরুর ২য় স্টপেজে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্যোগে অপর সভায় বক্তব্য রাখেন স্বপন সরকার,প্রকাশতরু চক্রবর্তি ও আল্পনা চৌধুরি।


















No comments:

Post a Comment