Wednesday 30 August 2023

পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর উদ্যোগে ইস্পাতনগরীতে অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব : দুর্গাপুর ইস্পাত কারখানায় শ্রমিক বিক্ষোভ।

 


দুর্গাপুর,৩০শে আগস্ট : আজ সকালে পঃ বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর দুর্গাপুর  ইস্পাত কমিটির উদ্যোগে ইস্পাতনগরীর পাঁচ মাথা মোড়ের অনুষ্ঠিত হোল রাখী বন্ধন উৎসব।এই উপলক্ষে বক্তব্য রাখেন সন্তোষ দেবরায় । পরে সংগঠনের অন্যতম সদস্যা লতিকা বর্মনের হাতে তিনি রাখী বেঁধে দিয়ে উৎসবের সুচনা করেন। সংগঠনের সদস্যরা এরপরে স্হানীয় বাসিন্দা ও পথচলতি মানুষের হাতে রাখী পড়িয়ে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব গড়ে তুলে বিভেদকামী শক্তি কে পরাস্ত করতে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানান । সংগঠনের পক্ষ থেকে বেনাচিতির ইউকো ব্যাঙ্কের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।উপস্হিত ছিলেন ডেপুটি এসডিএম অভিজিত ব্যানার্জি,নিমাই ঘোষ,গৌতম ঘোষ,তপন বাদ্যকর,ধ্রুবজ্যোতি মুখার্জি, প্রমুখ।

আজ সকালে, সেইল-আরআইএনএল এর শ্রমিকদের অবিলম্বে বার্ষিক বোনাস সহ পুর্নাঙ্গ বেতন-চুক্তি ও বেতন-চুক্তিতে ঠিকা শ্রমিকদের অন্তর্ভুক্তি,৩৯ মাসের এরিয়ার,শ্রমিক-বিরোধী আরএফআইডি-বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ বাতিল, দুর্গাপুর ইস্পাত কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের আধুনিকীকরন ও সম্প্রসারন সহ একাধিক দাবিতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি(ওয়ার্কস)-এ  বিক্ষোভ সমাবেশে যোগ দেন । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্বরূপ ব্যানার্জি, ললিত মোহন মিশ্র,সন্দীপ পাল ও প্রদ্যুত মুখার্জি। সমাবেশ চলাকালীন কর্তৃপক্ষের কাছে দাবি-সম্বলিত স্মারক লিপি জমা দেওয়া হয়।




















No comments:

Post a Comment