Thursday 10 October 2013

শারোদৎসবের মধ্যও ইস্পাতনগরীতে তৃণমূলের সন্ত্রাস জারী আছে ।

দুর্গাপুর , ১০ই অক্টোঃ  :  শারোদৎসবের মধ্যও ইস্পাতনগরীতে  তৃণমূলের সন্ত্রাস জারী  আছে । দীর্ঘদিন ধরে   ভারতের কমিউনিষ্ট  পার্টি  ( মার্কসবাদী )-র পক্ষ থেকে  দুর্গাপূজোর সময় ইস্পাতনগরীর  বিভিন্ন  জায়গায়   মার্কসবাদী  ও প্রগতিশীল  সাহিত্যের বুক-স্টল করা হয় । বছরের পর বছর , মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের  বিভিন্ন  বই  এর পরিচয় ঘটানো এবং বই-বিক্রী করে , ইস্পাতনগরীর জ্ঞানপিপাসু মানুষের  চাহিদা  মিটিয়েছ এই বুক-স্টলগুলি । কিন্ত , পঃ বঙ্গে   তৃণমূল - সরকার গঠিত হওয়ার পরে , তৃণমূলের পক্ষ থেকে  বিগত দুই বৎসর ধরে ইস্পাতনগরীতে শারোদৎসবের সময় মার্কসবাদী   ও  প্রগতিশীল  সাহিত্যের বুক-স্টল করতে বাধা দেওয়া হচ্ছে , হামলা চালানো হয়েছে । এই বছরে , পূজো শুরুর আগের থেকেই হুমকি চলছিল । কিন্তু ,  হুমকি সত্বেও , আজ পার্টিকর্মীরা ( DS 1A ও 1B লোক্যাল কমিটির ) যখন , অন্যান্য বৎসরের মত , আশীষ মার্কেটে সংলগ্ন   অঞ্চলে বুক-স্টল করার প্রস্তুতি নিচ্ছিলেন , তখন তৃণমূলী গুন্ডাবাহিনী হামলা চালিয়ে বুক-স্টল বন্ধ করে দেয় । উপস্হিত পার্টিনেতৃত্ব কমঃ কিঙ্কর ঘোষ , কালীশংকর ব্যানার্জী , দীপক ঘোষ সহ পার্টি-সদস্যদরা বাধা দিলে , গুন্ডাবাহিনীর পক্ষ থেকে  - পরিনাম ভালো হবে না বলে , হুমকি দেওয়া হয় । ভারতের কমিউনিষ্ট  পার্টি  ( মার্কসবাদী )-র ১এ জোনাল কমিটির পক্ষে এই ঘটনার তীব্র নিন্দা করে ,  তৃণমূলের এই লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে ,  দুর্গাপূজোর পর বৃহত্তর লড়াই গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে ।

No comments:

Post a Comment