Wednesday 23 October 2013

ইস্পাতনগরী প্রতিবাদ মুখর ।

দুর্গাপুর , ২৩শে অক্টোবর : বিগত ২ বছর ৫ মাস ধরে পঃ বঙ্গের গনতন্ত্র ভুলুন্ঠিত , আক্রান্ত মানুষের অধিকার - জীবন জীবিকা - মেয়েদের ইজ্জত । বারে বারে খবরের শিরোনামে , তৃণমূলের ফ্যাসিবাদি কায়দায় হিংস্র আক্রমনের  শিকার   - ইস্পাতনগরী দুর্গাপুর । কিন্তু হিংস্র আক্রমনের সামনে দাঁড়িয়ে লাল ঝান্ডা উঁচু করে তৃণমূলের  সন্ত্রাসের বিরুদ্ধে   প্রতিবাদ-প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ  ইস্পাতনগরী । শারোদৎসবের মধ্যও ইস্পাতনগরীতে তৃণমূলের  সন্ত্রাস জারী ছিল ।তৃণমূলের গুন্ডাবাহিনী  আশীষ মার্কেট , আইনষ্টাইন , নিউটন , জয়দেব , চণ্ডীদাসে  মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল  জোর করে বন্ধ করে দেয় , পার্টি-কর্মীদের হমকী দেয় ।
        আজ সন্ধ্যায়  , চণ্ডীদাস বাজারে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ জোনাল কমিটির ডাকে এক ভীড়ে-ঠাসা পথসভায় , তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যপক প্রতিবাদের আহ্বান জানানো হয় এবং  গনতান্ত্র ও বই-প্রেমী মানুষের কাছে শারোদৎসবের সময় ইস্পাতনগরীতে মার্কসবাদী ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টলের ঐতিহ্য বজায় রাখার সংগ্রামের পাশে দাঁড়ানোর আবেদন জানানো হয়  । এর সাথে সাথে  শ্রমিকদের অবৈধভাবে কাজের জায়গা থেকে উচ্ছেদ , নারী-জাতির প্রতি চূড়ান্ত অবমাননা , বেকারদের কাজের দাবী , কৃষক-আত্মহত্যা - উচ্চহারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ১৩-দফা দাবীর ভিত্তিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা এবং আগামী ২৯শে অক্টো:  দুর্গাপুর স্টেশন সংলগ্ন ময়দানে কমঃ নিরুপম সেনের কেন্দ্রীয় জনসভাকে বৃহত্তম সমাবেশে পরিনত করার আহ্বানও জানানো হয় এই সভা থেকে । এই সভায় বক্তব্য রাখেন কমঃ সলিল  দাসগুপ্ত । সভাপতিত্ব করেন  কমঃ  আল্পনা চৌধুরী ।



     
       

No comments:

Post a Comment