Saturday 19 October 2013

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘস্হায়ী প্রতিরোধী আন্দোলনের ডাক ।

দুর্গাপুর , ১৯শে অক্টোঃ : আজ সন্ধ্যায় ,  ইস্পাতনগরীর রাণাপ্রতাপ রোডের আশীষ মার্কেটে , ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ১এ ও ১বি জোনাল কমিটির  যৌথ পথসভায়  তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে দীর্ঘস্হায়ী প্রতিরোধ আন্দোলনের ডাক দেওয়া হয় । গত ২ বছর ৫ মাস ধরে , ইস্পাতনগরী ও দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে পার্টি-সদস্য এবং গন-আন্দোলনের নেতৃত্ব ও সাধারন সদস্যদের উপর  লাগাতার ভাবে আক্রমন চালাচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনী । বেআইনী ভাবে দখল করেছে ব্যাঙ্ক - কোঅপারেটিভ-ভবনগুলি । আশীষ-জব্বর ভবন সহ বিভিন্ন সেক্টর কমিটির অফিস ভাঙ্গচুর-পোড়ানো  হয়েছে  অথবা দখল করা হয়েছে । দুর্গাপুর  ইস্পাত কারখানার ৩৫০০  ঠিকাশ্রমিককে উচ্ছদে করা হয়েছে । আহত হয়েছেন বহু সংখ্যক পার্টি-সদস্য এবং গন-আন্দোলনের নেতৃত্ব । কিন্তু তা সত্বেও কমিউনিষ্ট ও বাম-গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী দুর্গাপুর মাথা নত করে নি । তাই ক্রমশঃ জন-বিচ্ছিন্ন তৃণমূল ফ্যাসিবাদী কায়দায় গুন্ডাবাহিনী লেলিয়ে দিয়ে গনআন্দোলন দমন করতে চাইছে । এই নিকৃষ্ট  আক্রমনের আরও এক ঘটনার সাক্ষী রইল  ইস্পাতনগরীর মানুষ । বিগত ৬০-এর দশক থেকে শারোদৎসবের সময় মার্কসবাদ ও প্রগতিশীল সাহিত্যের বই-বিক্রীর দোকান - ইস্পাতনগরীর ঐতিহ্যে পরিনত হয়েছে । গত ২ বছর ধরে তৃণমূলের গুন্ডাবাহিনী  হামলা চালিয়ে  বই-বিক্রীর  দোকান  পুরোপুরি বন্ধ করতে না পারলেও , এই বছরে তারা আঁটঘাট বেঁধে নামে । ক্রমান্বয়ে হামলা-হুমকী  চালিয়ে  আইনষ্টাইন , জয়দেব , চণ্ডীদাস , নিউটন ও আশীষ মার্কেটে মার্কসবাদ ও প্রগতিশীল সাহিত্যের বই-বিক্রীর দোকান বন্ধ করে দেওয়া হয় ।
         আজকের সভায় , এই গঠনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে , আগামীদিনে জনগনকে সাথে নিয়ে তীব্র ও দীর্ঘস্হায়ী লাগাতার  গন-আন্দোলনের ডাক দেওয়া হয় । সমাবেশে বক্তব্য রাখেন কমঃ  কাজল চ্যাটার্জী  ও সলিল  দাসগুপ্ত  । সভাপতিত্ব করেন কমঃ   নির্মল   ভট্টাচার্য্য  ।   


               







No comments:

Post a Comment