Wednesday 9 October 2013

হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক - কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ।

দুর্গাপুর , ৯ই অক্টোবর : আজ  DSP-র  ED-WORKS -এ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়ীজ ইউনিয়নের ( HSEU )  ডাকে দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক - কর্মচারীদের ব্যাপক  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ED-WORKS এর কাছে ডেপুটেশনে , HSEU-র নেতৃত্ব ৫-দফা দাবীপত্র জমা করেন । অবিলম্বে NJCS-র মাধ্যমে বেতন-চুক্তির ফয়সালা , SAIL/DSP-কর্তৃপক্ষের একতরফা ও অযৌক্তিকভাবে হাউস-রেন্ট  অ্যালাউন্স বন্ধ করার চেষ্টা , কোয়র্টার - লিজিং এর বিষয়ে অনর্থক টালবাহানা , মোটিভেশনাল বেনিফিট দেওয়ার ক্ষেত্রে অযথা কালক্ষেপ  এবং  বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্বেও , কারখানার ভেতরে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক-কর্মচারীদের উপর তৃনমূলের গুন্ডাবাহিনীর উপর্যুপরি হামলা বন্ধে DSP-কর্তৃপক্ষের সম্পূর্ন ব্যর্থতার বিরুদ্ধ , এই ৫-দফা দাবীতে   দলে দলে শ্রমিক সকাল ৯-০০ সময় ED-WORKS-এ জমা হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং  DSP-কর্তৃপক্ষকে অবিলম্বে ৫-দফা দাবী ফয়সালার জন্য শ্লোগান দিতে থাকেন । সাম্প্রতিকালে , DSP-কারখানার অভ্যন্তরে  শ্রমিক-কর্মচারীদের  এইরকম ব্যাপক  বিক্ষোভ-সমাবেশ দেখা যায় নি বলে , তথ্যাভিজ্ঞ মহল মনে করছে । বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমঃ অরুণ চৌধুরী , বিশ্বরূপ ব্যানার্জী ও ললিত মিশ্র । সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 

No comments:

Post a Comment