Sunday 27 October 2013

প্রতিবাদী ইস্পাতনগরী , মুখর হাজার কন্ঠ ।

দুর্গাপুর , ২৭শে অক্টোঃ : সমগ্র  পঃ বঙ্গে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সাথে ইস্পাতনগরী দুর্গাপুরও লড়াই- প্রতিবাদে সামিল । বহু লড়াই-এর সাক্ষ্যী দুর্গাপুর তৈরি হচ্ছে আগামী ২৯শে অক্টোঃ দুর্গাপুর স্টেশন-সংলগ্ন ময়দানে কেন্দ্রীয় যুব-সমাবেশকে ,  তৃণমূলী - সন্ত্রাস বিরোধী সংগ্রামের এক মাইল-ফলকে পরিনত করতে । সেই লক্ষ্য , আজ  ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের  দুর্গাপুর  ১বি জোনাল কমিটির ডাকে  ইস্পাতনগরীর হর্ষবর্দ্ধন রোডে আজ এক  পথসভায় - উচ্চহারে নিত্যপ্রয়োজনীয় জিনিষে মূল্যবৃদ্ধি রোধে উদাসীনতা ,  শ্রমিকদের কাজের জায়গা থেকে উচ্ছদ , কৃষক আত্মহত্যা , বেকারদের সরকারী ও বেসরকারী কাজ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা , নারীদের প্রতি চূড়ান্ত অবমাননা , শিক্ষা-প্রতিষ্ঠানকে কলুষিত করার পঃ বঙ্গে  তৃণমূল সরকার নীতি , কেন্দ্রের ইউপিএ সরকারের  জনবিরোধী  নীতি  এবং সারা ভারত জুড়ে বিজেপির  সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টার  ,   বিরুদ্ধে  দুর্বার যুব -আন্দোলন গড়ে তোলা ও  আগামী ২৯শে অক্টোঃ কমঃ নিরুপম সেন , কমঃ আভাষ রায়চৌধুরীর  জনসভাকে  সফল করার জন্য , আহ্বান জানানো হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ  কবি ঘোষ ও রঞ্জিত মুখার্জী । সভাপতিত্ব করেন কমঃ প্রলয় উপাধ্যায়  ।





No comments:

Post a Comment