Tuesday 8 October 2013

দুর্গাপুরের শ্রমিকরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ।

দুর্গাপুর , ৮ই নভেঃ : তৃণমূলের সন্ত্রাস বিরুদ্ধে দুর্গাপুর ইস্পাত কারখানার ও বৃহত্তর দুর্গাপুরের শ্রমিকরা লড়াই চালিয়ে যাবেন । গত ৩০শে সেপ্টঃ দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে CISF-র উপস্হিতে INTTUC-র গুন্ডাবাহিনী বিনা প্ররোচনায় দুর্গাপুর ইস্পাত কারখানার স্হায়ী শ্রমিক- কর্মচারীদের ঐতিহ্যবাহী লড়াকু সংগঠন হিন্দুস্হান স্টিল  এমপ্লয়জ ইউনিয়নের ( HSEU ) ,CITU - সদস্য ও নেতৃত্বের উপর হামলা চালায় । এই ঘটনায় অনেকে আহত হয় ' এমন কি আহতদের চিকিৎসায় বাধা দেওয়া হয় । DSP-কর্তৃপক্ষ এই বিষয়ে নিরবতা অবলম্বন  করে , পরোক্ষে INTTUC-র গুন্ডাবাহিনীকে মদত জুগিয়ে চলেছে বলে অভিযোগ উঠছে । এই ঘটনার প্রতিবাদে , আজ SDO-দফ্তরের কাছে  সিটি সেন্টার বাস টার্মিনাসে , CITU-র বর্দ্ধমান জেলা কমিটির ডাকে সহস্রাধিক শ্রমিক-কর্মচারীর উপস্হিতিতে , তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে দুর্গাপুর ইস্পাত কারখানার ও বৃহত্তর দুর্গাপুরের শ্রমিকরা লড়াই-আন্দোলন চালিয়ে যাচ্ছেন , সেই কথা  উঠে  আসে । কিভাবে অস্বাভাবিক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হিন্দুস্হান স্টিল  এমপ্লয়জ ইউনিয়নের ( HSEU ) লড়াই চালিয়ে যাচ্ছে  , তার বিবরন দিয়ে  ও সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে , নেতৃবৃন্দ জানিয়ে দেন যে বর্তমান তৃনমূল সরকারের শ্রমিক-বিরোধী ও জন-বিরোধী নীতির বিরুদ্ধে  এবং  বর্দ্ধমান জেলা সহ সারা পঃ বঙ্গে তৃনমূল খুন-জখম করার মাধ্যমে গনতান্ত্রিক আন্দোলনকে স্তব্দ্ধ করার চেষ্টার  বিরুদ্ধে  শ্রমিকদের সংগঠিত করে  , CITU জোরদার   প্রতিবাদ-আন্দোলন চালিয়ে যাবে । প্রসঙ্গত , আজ SDO-র কাছে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ও দুর্গাপুরের সর্বত্র শ্রমিক-কর্মচারীদের উপযুক্ত নিরাপত্তার দাবী জানিয়ে SDO-র কাছে CITU-র পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কথা পুর্ব-নির্ধারিত থাকলেও , SDO শেষ মুহূর্তে অন্যত্র কাজে ব্যস্ত থাকবেন , এই অজুহাতে সাক্ষাৎকার বাতিল করেন ।

             আজকের সভায় বক্তব্য রাখেন   CITU-র বর্দ্ধমান জেলা কমিটির  সম্পাদক  কমঃ অজিত মুখার্জী , সাংসদ কমঃ সইদুল হক , কমঃ বিপ্রেন্দু চক্রবর্তী , অরুন চৌধুরী । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।   

       









No comments:

Post a Comment