Friday 1 May 2015

ইস্পাতনগরীতে উদ্দীপনার সাথে পালিত হল মহান মে দিবস ।

                                                    

দুর্গাপুর , ১লা মে : আজ , সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্পাতনগরীতে উদ্দীপনার সাথে পালিত হল মহান মে দিবস । অন্যান্য বারের মত,এবারেও মূল অনুষ্ঠানটি হয় সকালে আশীষ মার্কেট সংলগ্ন শহীদ আশীষ –জব্বর বাগে । রক্তপতাকা উত্তোলন করেন কমঃ রথীন রায় । শহীদবেদীতে মাল্যদান করেন কমঃ রথীন রায় , সন্তোষ দেবরায় ,অজিত মুখার্জী , নির্মল ভট্টাচার্য ,সুবীর সেনগুপ্ত , রামপঙ্কজ গাঙ্গুলী ,বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী প্রমূখ । সিপিআই ও এআইটিইউসি এবং বিভিন্ন গণ-সংগঠনের পক্ষ থেকেও শহীদবেদীতে মাল্যদান করা হয় । এর আগে রক্তপতাকা উত্তোলিত ও শহীদবেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয় হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )ও স্টিল ওয়ার্কার্স ফেডারেশনের অফ ইন্ডিয়ার ( সিআইটিইউ ) দফ্তর বি.টি.রণদিভে ভবন ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর মিশ্র ইস্পাত শাখার দফ্তর ( ২/১ তিলক রোড ) ও ইউনাইটেড কন্ট্রাক্টার ওয়ার্কাস ইউনিয়নের ( সিআইটিইউ )  দফ্তর ( লালা লাজপৎ রায় রোড ) সহ বিভিন্ন সেক্টর অঞ্চলে । রক্তপতাকা উত্তোলিত ও শহীদবেদীতে মাল্যদান অনুষ্ঠিত হয় আশীষ-জব্বর ভবনেও । । রক্তপতাকা উত্তোলন করেন ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ অজিত মুখার্জী । বি.টি.রণদিভে ভবন থেকে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর সদস্যবৃন্দ বাইক মিছিল করে শহীদ আশীষ –জব্বর বাগে আসেন । সন্ধ্যাবেলায় বি.টি.রণদিভে ভবনে মে দিবস উপলক্ষ্যে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন কমঃ জীবন রায় ও অজিত মুখার্জী  । সভাপতিত্ব করেন কমঃ রথীন রায় ।

No comments:

Post a Comment