Sunday 17 May 2015

নেপালের ভূমিকম্পে দূর্গতদের জন্য সংগৃহীত অর্থ লুঠ করল তৃণমূলী দুষ্কৃতিরা,নৃশংস আক্রমনে গুরুতর জখম পার্টি কর্মীরা ।

                                                             

দুর্গাপুর , ১৭ই মে : আজ সকালে,ইস্পাতনগরীর বি’জোনে বঙ্কিমচন্দ্র এভিন্যু অঞ্চলে নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্য করার জন্য পার্টি কর্মীরা ঘরে ঘরে অর্থ সংগ্রহ করছিলেন , তখন তৃণমূলী দুষ্কৃতি চিরঞ্জীব চ্যাট্যার্জী (দুর্গাপুর ইস্পাত কারখানার সিন্টার প্ল্যান্টের স্হায়ী শ্রমিক ) –র নেতৃত্বে পিঙ্কু সাহা , রাজীব,বাপ্পা,ষষ্ঠী,তারক সহ প্রায় ৬০ জন সশস্ত্র তৃণমূলী দুষ্কৃতি লাঠি ,লোহার রড নিয়ে আচমকা হামলা চালায় , নৃশংস ভাবে পার্টি কর্মীদের মারধোর করে এবং ত্রানের জন্য সংগৃহীত অর্থ লুঠ করে । তৃনমূলীদের হামলার প্রতিবাদে পাড়ার মহিলরা রাস্তায় বেড়িয়ে এলে , তৃণমূলী দুষ্কৃতিরা পালিয়ে যায় । এমন কি তৃণমূলী দুষ্কৃতি পিঙ্কু সাহার মা স্বয়ং এই প্রতিবাদে সামিল হয়ে ছেলের কৃতকর্মের জন্য প্রকাশ্যে পার্টি নেতৃত্বের কাছে অনুশোচনা করে ক্ষমা চান । এই হামলায় , কমঃ সলিল দাসগুপ্ত ( পার্টির  দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সদস্য ) , মানস মুখার্জী (পার্টির আঞ্চলিক কমিটির সদস্য ) সহ ১৫ জন পার্টি কর্মী  আহত হয়েছেন । গুরুতরভাবে জখম কমঃ গৌরাঙ্গ চক্রবর্তী ( পার্টির আঞ্চলিক কমিটির সদস্য ) ও প্রসূন পালিত (পার্টির শাখা সম্পাদক ) কে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে । খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে , দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির পক্ষে সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় , তৃণমূলী দুষ্কৃতিদের নেপালের ভূমিকম্পে দূর্গতদের জন্য সংগৃহীত অর্থ লুঠ ও পার্টি কর্মীদের উপর নৃশংস হামলার ঘটনাকে  ‘অমানবিক ‘ আখ্যা দিয়ে , এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে পুলিশকে দোষীদের গ্রেফ্তার ও শাস্তি বিধানের জন্য দাবী জানান । তিনি জানান এই ঘটনার প্রতিবাদে জোনাল কমিটির পক্ষ থেকে প্রতিবাদ – আন্দোলন সংগঠিত করা হবে । তিনি আরও জানান তৃণমূলের হামলা –সন্ত্রাসের মধ্যেই গত ১০ই মে থেকে ইস্পাতনগরীতে নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের কাজ চলছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে অর্থ দান করছেন । হামলা সত্বেও অর্থ সংগ্রহের কাজ চলবে ।
   আজকের এই হামলার খবর ছড়িয়ে পড়লেও , ইস্পাতনগরীতে অন্যান্য জায়গায় অর্থ সংগ্রহের কাজ চলতে থাকে । গনতান্ত্রিক মহিলা সমিতর পক্ষ থেকে চন্ডিদাস বাজার ,আশীষ মার্কেট ও রঘুনাথপুরে , নেপালের ভূমিকম্পে দূর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহ করা হয় ।



No comments:

Post a Comment