Sunday 24 May 2015

সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আয়োজিত হল রক্ত-দান শিবির ।

                                                           

দুর্গাপুর ,২৪শে মে :আজ ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে আগামী ৩০শে মে  সি.আই.টি.ইউ এর ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । প্রতি বছর প্রচণ্ড গরমে দুর্গাপুরে রুগীদের জন্য  রক্তের আকাল দেখা দেয় । এই রক্তর চাহিদা মেটানোর জন্য সি.আই.টি.ইউ সহ অন্যান্য বামপন্হী সংগঠন ধারাবাহিকভাবে রক্ত-দান শিবিরের আয়োজন করে । ইতিমধ্যে নেপালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গতদের জন্য ত্রান সংগ্রহ করতে গিয়ে গত ১৯শে মে তৃণমূলীদের বিভৎস আক্রমনে রক্ত ঝড়েছে প্রায় ৫০ জন সি.আই.টি.ইউ সহ অন্যান্য গণ-সংগঠনের কর্মীদের , গুরুতর জখম হয়েছেন ২৪ জন , ৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয় , ২ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন । তৃণমূলীরা বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে , ভাঙ্গচূড় চালায় । পুলিশের উপস্হিতিতে এই ঘটনা হলে , পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করে । উল্টে , মিথ্যা মামলায় ৯ জন কে জড়ানো হয়েছে । কিন্তু এই কঠিন পরিস্হিতির মধ্যেও আজকে দুর্গাপুর ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি ( সি.আই.টি.ইউ ) এর পক্ষ থেকে রক্ত-দান শিবিরের আয়োজন করা হয় । ৪ জন মহিলা সহ মোট ৫০ জন এই রক্ত-দান শিবিরে রক্তদান করেন । রক্ত-দান শিবিরের উদ্বোধন করেন হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সি.আই.টি.ইউ ) এর সভাপতি কমরেড রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , সুবীর সেনগুপ্ত , বিশ্বরূপ ব্যানার্জী , অরুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

No comments:

Post a Comment