Sunday 10 May 2015

ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ঐতিহাসিক সপ্তম কংগ্রেস এর ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে ইস্পাতনগরীতে আলোচনা সভা ।

                                                                 

দুর্গাপুর , ১০ই মে : আজ সন্ধ্যায় , ইস্পাতনগরীর দেশবন্ধু ভবনে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র ঐতিহাসিক সপ্তম কংগ্রেস এর ৫০-তম বার্ষিকী উপলক্ষ্যে ভারতের কমিউনিষ্ট পার্টি ( মার্কসবাদী )-র দুর্গাপুর ইস্পাত জোনাল কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচক ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য্য । এছাড়াও বক্তব্য রাখেন কমঃ সন্তোষ দেবরায় ও সুশান্ত ব্যানার্জী । উপস্হিত ছিলেন কমঃ রথীন রায় , বংশগোপাল চৌধুরী ,মহাব্রত কুন্ডু , নির্মল ভট্টাচার্য্য , সুবীর সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন কমঃ সুশান্ত ব্যানার্জী । ইতিমধ্য তৃণমূলের সন্ত্রাসর মধ্যে নেপালের ভূমিকম্পে দুর্গতদের স্বার্থে পার্টির ডাকে অর্থ সংগ্রহের আবেদনে ভালো সারা পাওয়া গেছে বলে সভায় জানান জোনাল সম্পাদক কমঃ সন্তোষ দেবরায় ।

No comments:

Post a Comment