Saturday 23 May 2015

দুর্গাপুরের শ্রমিকরা প্রমান করছে রক্তপাত ঘটিয়ে তৃণমূল সরকার পঃ বঙ্গের গণ আন্দোলন দমন করতে পারবে না : শ্যামল চক্রবর্তী

                                                     

দুর্গাপুর , ২৩শে মে : আজ , ইস্পাতনগরীর বি.টি.রণদিভে ভবনের মাঠে, হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে, গত ১৯শে মে নেপালে ভূমিকম্প-দূর্গতদের ত্রান-সংগ্রহের জন্য সিপিআইএম - সিআইটিইউ সহ বিভিন্ন গন-সংঘঠনের জমায়েতে তৃণমূলীদের বীভৎস হামলা ও বি.টি.রণদিভে ভবনকে জ্বালিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ভীড়ে ঠাসা এক গণ-কনভেনশনে একথা বলেন সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সভাপতি কমঃ শ্যামল চক্রবর্তী । তিনি বলেন যে ৭০’এর দশক থেকে দুর্গাপুরের শ্রমিক আন্দোলনের উপর শাসকশ্রেনীর বর্বোরোচিত আক্রমন চলছে । বারে বারে রক্তাত হয়েছে দুর্গাপুরের শ্রমিকরা । কিন্তু দমাতে পারে নি দুর্গাপুরের শ্রমিক আন্দোলনকে । তৃণমূল সরকার গঠিত হওয়ার পর থেকে তৃণমূলীদের উপর্যুপরি আক্রমনের শিকার হয়ছে দুর্গাপুর ইস্পাতের শ্রমিকরা । কিন্তু কোন মতেই মাথা নত করে নি দুর্গাপুরের শ্রমিকরা । তাদের এই অদ্যম্য মনোভাব অতীতের মতই সারা পঃ বঙ্গের শ্রমিক আন্দোলন ও গণ – আন্দোলনকে উজ্জীবিত করছে , পথ দেখাচ্ছে । শাসকশ্রেনী যেন ভুলে না যায় যে বামপন্হীদের রক্ত যত ঝড়বে , বামপন্হীদের শক্তি তত বাড়বে । গত ৩০শে এপ্রিলের সর্বাত্তক ধর্মঘট বুঝিয়ে দিয়েছে  সেই কথাই প্রমান করেছে ।
 এর আগে, সিআইটিইউ এর পঃ বঙ্গ রাজ্য সম্পাদক কমঃ দীপক দাসগুপ্ত জানান যে  ইস্পাতনগরীতে ১৯শে মে’র নৃশংস ঘটনাকে রাজ্য সিআইটিইউ এর পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা করা হয়ছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ও দুর্গাপুর ইস্পাতের শ্রমিকদের সাথে সারা রাজ্যের শ্রমিকরা ও রাজ্য সিআইটিইউ দৃঢ় ভাবে আছেন । এছাড়াও কনভেনশনে বক্তব্য রাখেন সিআইটিইউ এর বর্ধমান জেলা সম্পাদক কমঃ বংশ গোপাল চৌধুরী ও হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ ) এর সভাপতি কমঃ রথীন রায় । উপস্হিত ছিলেন কমঃ সন্তোষ দেবরায় , বিনয়ন্দ্রেকিশোর চক্রবর্তী , বিশ্বরূপ ব্যানার্জী , পঙ্কজ সরকার , সুবীর সেনগুপ্ত,বিপ্রেন্দু চক্রবর্তী সহ শ্রমিক ও গণ-আন্দোলনের নেতৃবৃন্দ । এর আগে কমঃ শ্যামল চক্রবর্তী ও কমঃ দীপক দাসগুপ্ত সহ এক প্রতিনিধি দল দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি ১৯শে মে’র নৃশংস হামলায় গুরুতর জখম কমরেডদের দেখে আসেন । এদিকে ১৯শে মে’র নৃশংস হামলার প্রতিবাদে ইস্পাতনগরীতে প্রতিবাদ চলছে । কবিগুরু থেকে এক বিশাল মিছিল সেইল আবাসন অঞ্চলে পরিক্রমা করে ।

                                                       







No comments:

Post a Comment