Wednesday 27 May 2015

কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।

                                                                   

কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর : ইস্পাতনগরীতে বিক্ষোভ–প্রতিবাদ ।
দুর্গাপুর,২৬শে মে : দেখতে দেখতে পেরিয়ে গেল কেন্দ্রে মোদি সরকারের ১ বছর । ‘ আচ্ছে দিনে ’-র অলীক স্বপ্নের বিভোরতা কেটে ,’ বুঢ়া দিনে ‘-র রুক্ষ জমিতে কর্পোরেট দুনিয়ার সেবক এবং হিংস্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা শক্তির পৃষ্ঠপোষক মোদি সরকারের জন-বিরোধী স্বরূপ ফুটে উঠতে বেশী সময় লাগে নি । ভূমি-বিল , শ্রম-সংস্কার বিলের মত মারাত্মক পদক্ষেপ কৃষক-শ্রমিকের জীবন-জীবিকায় অশনিসংকেত বয়ে এনেছে । তাই সি.আই.টি.ইউ. এর পক্ষ থেকে ২৬শে মে সারা দেশে কেন্দ্রে জন-বিরোধী মোদি সরকারের ১ বছর পূর্তির দিন – প্রতিবাদ দিবস হিসাবে পালন করা হয় ।

      ইস্পাতনগরীতে এদিন হর্ষবর্ধন রোডের আপনজন মাঠে ইস্পাত জোনাল ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটি (সি.আই.টি.ইউ. )এর পক্ষ থেকে বিক্ষোভ–প্রতিবাদ সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন কমঃ বিজয় সাহা , আশীষ মিশ্র ও বিশ্বরূপ ব্যানার্জী । সভাপতিত্ব করেন কমঃ বিজয় সাহা ।উপস্হিত ছিলেন কমঃ পি.কে.দাস।সভা শেষে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । 


No comments:

Post a Comment