Tuesday 19 May 2015

ইস্পাতনগরীতে তৃণমূলী দুষ্কৃতিদের ভয়ংকরতম হামলা , জখম বহু ।


                                                     


দুর্গাপুর,১৯শে মে : আজ বিকালে ,দুর্গাপুর ইস্পাতনগরীতে পুলিশের উপস্হিতিতে  তৃণমূলী দুষ্কৃতিরা ফ্যাশিষ্ট কায়দায় ভয়ংকরতম হামলা সংগঠিত করেছে । হামলা চালিয়ে বহু সিপিআইএম নেতা ও কর্মী ( মহিলা সহ ) কে নৃশংসভাবে জখম করেছে । গুরুতর আহত পার্টির বর্ধমান জেলা কমিটির সদস্য কমঃ সন্তোষ দেবরায় ও লাল্টু সেনগুপ্ত সহ বহু পার্টি কমরেড । তৃণমূলী দুষ্কৃতিরা দুর্গাপুর ইস্পাতের মেইন হাসপাতাল ঘিরে ফেলে । আহতদের ভর্তি করতে বাধা দেয় । আহতদের মিশন হাসাতাল ও সিটি নার্সিং হোমে নিয়ে যেতে হয় । দুর্গাপুর ইস্পাতের শ্রমিক সংগঠন হিন্দুস্হান স্টিল এমপ্লিয়জ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর দফ্তর বি.টি.রণদিভে ( ১নং বিদ্যাসাগর এভিন্যু ) জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে । একটি বাইক জ্বালিয়ে দেয় ও জোনাল কমিটির গাড়ী সহ বহু স্কুটার-মোটর সাইকেল –সাইকেল ভাঙ্গচূর করে । গত রবিবার , তৃণমূলী দুষ্কৃতিরা ১৫ জন পার্টি সদস্যকে মারধোর করে,নেপালে ভূমিকম্পে দুর্গতদের জন্য সংগৃহীত সংগৃহীত অর্থ লুঠ করে । এর প্রতিবাদে আজ পার্টির পক্ষ ইস্পাতনগরীর আইনস্টাইন পোষ্ট অফিস মোড়ে থেকে মিছিল ও সভার আয়োজন করা হলে , সেখান থেকে তৃণমূলী দুষ্কৃতিরা  হামলা  শুরু করে এবং পরে বি.টি.রণদিভে ভবনে হামলা চালায় । পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও ,পুলিশ পুরোপুরি  নিষ্ক্রিয় ছিল ।

শেষ খবর পাওয়া পর্যন্ত , গুরুতর আহত অবস্হায়  মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ সুশান্ত ব্যানার্জী ও দেবব্রত দাস এবং দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে ভর্তি করা হয়েছে কমঃ অজিত মাইতি , শিশির বাউরী ,জয়ন্ত দাস ও তুষার ঘোষ । এছাড়াও আরও অনেকের আঘাত গুরুতর হলেও তাদের প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ । দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতালে চিকিৎসাধীন আহত সিপিআই(এম) কর্মীদের উপর হুমকী,ভীতি-প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়েই দুর্গাপুরে ছুটে আসেন কমঃ বংশগোপাল চৌধুরী ,আভাস রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ । আসেন কমঃ জীবন রায় , বিনয়ন্দ্রকিশোর চক্রবর্তী সহ সিআইটিইউ এর নেতৃবৃন্দ । পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে ।











No comments:

Post a Comment