Thursday 10 September 2015

দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর মৌন প্রতিবাদ ধরনা ।

                                                            

দুর্গাপুর , ১০ই সেপ্টেঃ : আজ , এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর  পক্ষ দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল চত্বরে থেকে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত এর মৌন প্রতিবাদ ধরনা ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয় । গত কয়েক দিনে ,‘দূষিত রক্ত’ রোগীর শরীরে দেওয়ার জন্য ৪ জন রোগীর মৃত্যু হয়েছে বলে মৃত রোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । কর্মসূচী চলাকালীন এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে ডিএসপি র মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেসের ডঃ অশোক সিং এর কাছে এক স্মারকলিপি জমা দিয়ে অবিলম্বে দুর্গাপুর ইস্পাত কারখানার মেইন হাসপাতাল ও স্বাস্হ্য পরিষেবার উন্নতি ও মেইন হাসপাতালকে পূর্ব গরিমায় ফেরানোর দাবী জানানো হয় ।

এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সেইল ও দুর্গাপুর ইস্পাত কারখানার ক্রমান্বয় অবহেলা ও বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠান গুলির বানিজ্যিক স্বার্থ দেখতে গিয়ে দুর্গাপুরের অত্যন্ত নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান মেইন হাসপাতাল কে পঙ্গু করার চেষ্টা হচ্ছে । এইচ.এস.ই.ইউ ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে বারংবার দাবী জানানো স্বত্বেও স্বীকৃতিপ্রাপ্ত চিকিৎসা কর্মীদের স্হায়ী নিয়োগ করা হয় নি । ফলে বর্তমানে ৬১০ বেডের হাসপাতালে সাকুল্যে মাত্র ৯৩ জন ডাক্তার ,১৪৬ জন নার্স , ২৯ জন ফার্মাসিষ্ট আছেন । কোন রেডিওলজিষ্ট না থাকায় সিটি স্ক্যানের রিপোর্ট সাথে পাওয়া যায় না । নার্সদের প্রায়ই একসাথে ২ শিফটে কাজ করতে হয়েছে । হাসপাতালের প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের জন্য হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে ধারাবাহিক ভাবে দাবী জানালেও সেইল ও ডিএসপি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে অবহেলা করেছে , শূন্য পদে লোক নিয়োগ করে নি । ফলে ,যে হাসপাতালে ( ইন্ডোর ও আউটডোর মিলে ) বছরে প্রায় ১,২০,০০০ রোগী চিকিৎসা করান , বিভিন্ন ধরনের পরীক্ষা হয় এবং অত্যন্ত প্রয়োজনীয় ব্লাড ব্যাঙ্ক রক্ত সরবরাহ করে – অপ্রতুল সংখ্যায় চিকিৎসা কর্মীর জন সেই পরিষেবা দারুনভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র পক্ষ থেকে অভিযোগ করে অবিলম্বে প্রয়োজনীয় স্হায়ী কর্মী নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বসানোর দাবী জানানো হয়েছে বলে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ )র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন ।

No comments:

Post a Comment