Wednesday 9 September 2015

কোয়ার্টার ও জমির লিজ-লাইসেন্সিং নিয়ে ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে তুমুল বিক্ষোভ ।

                                                                   
                                                                  

দুর্গাপুর,৯ই সেপ্টেঃ : আজ,দুর্গাপুর ইস্পাত কারখানার নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং ), কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং নিয়ে  ডি.এস.পি কর্তৃপক্ষের তুঘলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ডাকে এক গণ-জমায়েতে ,দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা তুমুল বিক্ষোভ দেখান । বহু পুলিশ ও সিআইএসফ মোতায়েন থাকলেও , বিশাল জমায়েতের ফলে নগর-প্রশাসনিক ভবনে( টি.এ. বিল্ডিং )-র প্রবেশ পথ কার্যতঃ অবরুদ্ধ হয়ে পড়ে । ডি.এস.পি কর্তৃপক্ষ কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর সুযোগ হটাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা নিদারুন বিপদে পড়েছেন । কর্মরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা এবং মৃত  শ্রমিক-কর্মচারীদের পরিবারের বিধবা স্ত্রী কে কোয়ার্টার ও জমির  লিজ-লাইসেন্সিং এর ন্যায্য পাওনার আদায়ের জন্য এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে ধারাবাহিকভাবে একক ও যৌথ আন্দোলন গড়ে তোলার সাথে সাথে কর্তৃপক্ষের কাছে গণ-সমর্থনের ভিত্তিতে এক বিকল্প প্রস্তাব পেশ করা হয় । কিন্তু,পরিবর্তনের জমানায় শাসকদলের বদান্যতায় শ্রমিক-কর্মচারীদের অধিকারে অগনতান্ত্রিক হস্তক্ষেপে বেশ পারদর্শী হয়ে উঠছে ডি.এস.পি কর্তৃপক্ষ বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয় । আরও অভিযোগ যে ডি.এস.পি কর্তৃপক্ষ সম্পূর্ন স্বৈরাচারী কায়দায় গত ২০শে আগষ্ট এক সার্কুলার জারী করে কোয়ার্টার লাইসেন্সিং এর জন্য এক হাস্যকর-উদ্ভট নির্দেশিকা জারী করেছে । এই নির্দেশিকায় মুষ্টিমেয়র এর জন্য  কোয়ার্টার লাইসেন্সিং কথা বলা হলেও অধিকাংশ কে পথে বসানোর রাস্তা দেখানো হয়েছে । অন্যদিকে , এই সার্কুলারে , আগে যারা কোয়ার্টার লিজ-লাইসেন্সিং নিয়েছেন , তাদের ওপরেও মারাত্মক আক্রমন নামিয়ে আনা হয়েছে বলে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে । গণ-জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র ওবি-কনভেনর কমঃ বিশ্বরূপ ব্যানার্জী , ডি.এস.পি কর্তৃপক্ষ কে হুঁশিয়ারী  দিয়ে বলেন যে কোন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীকে উচ্ছেদ করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)-র সদস্যরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে । তিনি অবিলম্বে এই সার্কুলার প্রত্যাহার করার দাবী জানিয়ে , ডি.এস.পি কর্তৃপক্ষ কে জেবিসি তে আলোচনার দাবী জানান । তিনি বলেন যে আজকের এই সুবিশাল জমায়েত যে গণ-অসন্তোষের প্রতিফলন করছে , তা যদি ডি.এস.পি কর্তৃপক্ষ বুঝতে না পারে তবে আগামী ১৫ই সেপ্টেঃ আরও বিশাল জনস্রোত আছড়ে পড়বে ডি.এস.পি এর সি.ই.ও. দফ্তরে ( অ্যাডমিন বিল্ডিং )।অন্যদিকে,তিনি অভিযোগ করেন যে ডি.এস.পি কর্তৃপক্ষের চূড়ান্ত অবহেলায় ডিএসপি মেইন হাসপাতাল রোগীদের মৃত্যু ফাঁদে পরিনত হচ্ছে । প্রতিবাদে এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ) এর পক্ষ থেকে আগামীকাল ডিএসপি মেইন হাসপাতালে সকাল ৭-৩০ থেকে দুপুর ১-০০ পর্যন্ত মৌন গণ-অবস্হান ও প্রতীকী অনশনের কর্মসূচী নেওয়া হয়েছে ।  এছাড়াও বক্তব্য রাখেন কাজল মজুমদার [এইচ.এস.ই.ইউ.(সিআইটিইউ)],সুব্রত ভট্টাচার্য [ আইএনটিইউসি],বি.ডি.সিং [ স্টিল এমপ্ল: ফোরাম ], অশোক চক্রবর্তী [ এক্স এমপ্ল: ওয়েলফেয়ার অ্যাসোঃ ] এবং মনোজ হাজরা [ ওউন ইয়ো: ওউন হাউস ওনার্স অ্যাসোঃ] । সভা চলাকালীন , ইউনিয়নের এক প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি জমা দিয়ে আসেন । প্রতিনিধিদলের পক্ষে কমঃ ললিত মিশ্র সভাকে কর্তৃপক্ষের সাথে আলোচনার বিষয়বস্তু , সভায় জানান । সভায় সভাপতিত্ব করেন কমঃ কাজল মজুমদার । 


No comments:

Post a Comment