দুর্গাপুর ,২০শে সেপ্টেঃ : তৃণমূলের ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার এবার রাষ্ট্রায়ত্ত
সেইলের এর মিশ্র ইস্পাত কারখানা । আগামী ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস
কো-অপঃ সমবায়ের ‘নির্বাচন’ হওয়ার কথা । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ
ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার
ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত
দুষ্কৃতি সহ তৃণমূলীরা মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । তৃণমূলি দুষ্কৃতিদের জমায়েত দেখে
হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে থেকে হামলার আশংকা
করে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কর্তৃপক্ষের কাছে সি.আই.এস.এফ মোতায়েনের
আবেদন করা হলেও,কর্তৃপক্ষ কোন এক অজানা কারনে নিষ্ক্রিয় থাকে । এমন কি রাজ্য সরকারের
মনোনীত রিটার্নিং অফিসার ঐ দিনই দুর্গাপুরের বাইরে ছিলেন ! থানায় অভিযোগ জানানো হলেও ,পুলিশ এখনও কোন ব্যবস্হা
নেয়নি ।পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে
আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয়
হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.)তে তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে
প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় ,কিছু আসনে ‘ প্রহসনের ‘ নির্বাচন হতে চলেছে বলে , হিন্দুস্হান
স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর পক্ষ থেকে , ২/১ তিলক রোডের দফ্তরে আয়োজিত
এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয় । ইউনিয়নের পক্ষ থেকে দাবী করা হয়ছে যে বিগত
৩০-৩৫ বৎসর ধরে অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) সমবায়গুলিতে শান্তিপূর্ন নির্বাচন হয়েছে এবং শ্রমিক-আধিকারিকরা
অধিকাংশ সময়ে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) কে নির্বাচিত করেছে
সমবায়গুলিকে সুচারুভাবে পরিচালনা করার জন্য এবং ইউনিয়নের সুপরিচালনায় সমবায়গুলি গত
৩০ বৎসরে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছে । হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)
এর সভাপতি রথীন রায় বলেন যে কেবল এ.এস.পি. নয় ডি.এস.পি. সহ দুর্গাপুরে অন্যান্য রাষ্ট্রায়ত্ত
কারখানার একের পর এক সমবায় অথবা ইউনিয়ন স্বীকৃতি
নির্বাচনে , তৃণমূল সন্ত্রাস চালিয়ে দখল করেছে । আসলে লাল ঝাণ্ডার নীচে মানুষ আরোও
বেশী জমায়েত হচ্ছে দেখে তৃণমূলের বুক কাঁপছে । তাই সন্ত্রাস সৃষ্ট করে শ্রমিকদের দমাতে
চাইছে , এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য শ্রমিক আন্দোলনকে ধ্বংস করতে চাইছে । কিন্তু,
তৃণমূলের এই সন্ত্রাস বিরুদ্ধে ও এ.এস.পি কারখানা বাঁচানোর জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ)
এ.এস.পি. দল-মত নির্বিশেষ শ্রমিকদের নিয়ে বৃহত্তর লড়াই গড়ে তোলার জন্য রাস্তায় আছে,থাকবে
। হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে ,
আগামী ২৩শে সেপ্টেঃ মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের মুষ্টিমেয় আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে
ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছে ।

No comments:
Post a Comment