Saturday 19 September 2015

রাজ্যের গনতন্ত্র ভূলুন্ঠিত : রুখে দাঁড়ানোই সময়ের আহ্বান – সেভ ডেমোক্রাসী ফোরামের সভায় মত বিশিষ্টদের ।

                                                            


দুর্গাপুর,১৯শে সেপ্টেঃ : আজ ইস্পাতনগরীর তিলক রোড ময়দানে সেভ ডেমোক্রাসী ফোরামের ডাকে এক প্রকাশ্য সভায় বর্তমানে রাজ্যে গনতন্ত্র ভূলন্ঠিত এবং সেই গনতন্ত্র পূনঃপ্রতিষ্ঠার জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী অশোক গাঙ্গুলী,আব্দুল মান্নান,বিকাশ রঞ্জন ভট্টাচার্য,চঞ্চল চক্রবর্তী সহ রাজ্যের ও দুর্গাপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ । সভা ঘিরে দুর্গাপুরে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে । আজকের সভায় উপচে পড়া ভীড় তারই প্রমান । সভার সূচনায় দুর্গাপুর সেভ ডেমোক্রাসী ফোরামের আহ্বায়ক রঞ্জিত মুখার্জী ( এ্যাডভোকেট ) বলেন যে বিগত ২০১১ সাল থেকে সারা রাজ্যের সাথে দুর্গাপুরে গনতন্ত্রের নিধন-যজ্ঞ চলছে । হাজার হাজার শ্রমিককে বিরোধী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার ‘অপরাধে’ কারখানার থেকে উচ্ছেদ করা হয়েছে । রাজনৈতিক কারনে জীবিকার উপর এমন আক্রমন সারা ভারতে এক বিরলতম ঘটনা ।শাসকদল একের এক স্হানীয় স্তরের নির্বাচনে  - পৌরসভা,সমবায় অথবা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সন্ত্রাস সৃষ্টি করে গায়ের জোরে দখল করেছে,বিরোধী সংগঠনের অফিস দখল করেছে ,ভাঙ্গচূর চালিয়েছে ,পুড়িয়ে দিয়েছে । বিরোধী সংগঠনের নেতা-কর্মীদের উপরে নৃশংস শারীরিক আক্রমন চালিয়ে খুন করা হয়েছে , অনেকে গুরুতর আহত হয়েছেন । এমনকি , মহিলারাও এই আক্রমনের হাত থেকে রেহাই পান নি । পুলিশ অপরাধীদের গ্রেফ্তার করার বদলে বিরোধীদের হেনস্হা করছে । এই পরিস্হিতে, দুর্গাপুরের দল-মত-নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেভ ডেমোক্রাসী ফোরাম গড়ে তুলেছেন । আব্দুল মান্নান বলেন যে রাজ্যের মানুষ শ্রীমতি মমতা ব্যানার্জী কে গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করেছেন গনতন্ত্রকে নিধন করার জন্য নয় । বামফ্রন্ট সরকারে বিরোধীতা করে রাজ্যে ‘পরিবর্তন ‘ আনার লড়াইতে আমিও নেতৃত্বের সারিতে ছিলাম ,কিন্তু আজ যখন রাজ্যের গনতন্ত্রের ভূলন্ঠিত , সমাজের সব অংশের মানুষ আক্রান্ত হচ্ছেন , এমন কি তৃণমূল করেন তারাও আক্রান্ত হচ্ছেন তখন রাজ্যে গনতন্ত্র পুনুরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে । বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী চঞ্চল চক্রবর্তী রাজ্যের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কথা উল্ল্যখ করেন । বিশিষ্ট আইনজীবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য বলেন যে গণতন্ত্র একটি অধিকার , কারোর দয়ার দান নয় । মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকার পঃ বঙ্গের মানুষের সেই অধিকার ছিনিয়ে নিতে চেয়ে একের পর এক চরম অগনতান্ত্রিক কাজ করে চলেছেন । কিন্তু পঃ বঙ্গের গনতন্ত্র প্রিয় মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছেন । দুর্গাপুরের মানুষও সেই প্রচেষ্টায় সামিল হয়েছেন । শ্রী অশোক গাঙ্গুলী বলেন যে আইনের চোখে সবাই সমান – এই নীতি আজ রাজ্যে রক্ষিত হচ্ছে না । মহিলাদের উপরে অকথ্য অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়েছে , এমনকি শাসকদল ধর্ষনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে । এই ভয়ংকর নৈরাজ্য থেকে আমাদের প্রিয় পঃ বঙ্গকে রক্ষা করতে গেলে দল-মত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে । সভায় সভাপতিত্ব করেন এস.আর.সিনহা এবং সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন জাতীয় দলের ফুটবলার সুব্রত সিনহা । 




https://www.youtube.com/watch?v=j4dvl1G0XUc&feature=youtu.be

                         https://www.youtube.com/watch?v=ljr6M8a_d-w&feature=youtu.be


No comments:

Post a Comment