Friday 25 September 2015

মিশ্র ইস্পাত কারখানার সমবায়ের ‘প্রহসন-নির্বাচনে’ অধিকাংশ শ্রমিকরা ভোট দিলেন না ।



দুর্গাপুর ,২৫শে সেপ্টেঃ : তৃণমূলের  ‘ পরিবর্তনের ‘-জমানার সন্ত্রাসের শিকার রাষ্ট্রায়ত্ত সেইলের এর মিশ্র ইস্পাত কারখানাও । গত ২৩শে সেপ্টেঃ মিশ্র ইস্পাত কারখানার মাল্টি-পারপাস কো-অপঃ সমবায়ের ‘ প্রহসন নির্বাচন’ হল । গত ১১ই সেপ্টেঃ , হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর প্রার্থীরা অ্যালয় স্টিল প্ল্যান্ট ( এ.এস.পি.) এর কারখানার ভেতরে অ্যাডমিন বিল্ডিং এর কো-অপঃ দফ্তরে ৪৬টি আসনের ( সর্বমোট ১৬টি কনস্টিটিউয়েন্সির) প্রতিটির  জন্য মনোনয়ন পত্র জমা দিতে গেলে ,কিছু বহিরাগত দুষ্কৃতি সহ তৃণমূলীরা সব মনোনয়ন পত্রগুলি ছিনতাই করে । পরবর্তিকালে তৃণমূলি দুষ্কৃতিদের হুমকিতে আইএনটিইউসি এর অধিকাংশ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য হয়েছেন । মজার বিষয় হোল , অ্যালয় স্টিল প্ল্যান্ট(এ.এস.পি.)তে  তৃণমূলের ইউনিয়নের ভিত্তি এতই দূর্বল যে অনেক আসনে প্রার্থী দিতে পারে নি । এই অবস্হায় , মাত্র ২১ টি আসনে  ‘প্রহসনের নির্বাচন’ হয়।  হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সি.আই.টি.ইউ) এর এ.এস.পি শাখার পক্ষ থেকে , ২১ টি আসনের ‘ প্রহসনের ‘ নির্বাচনে ভোটদানে বিরত থাকার জন্য , এ.এস.পি এর শ্রমিকদের কাছে আবেদন করা হয়েছিল । মিশ্র ইস্পাত কারখানার শ্রমিকরা বিপুল ভাবে সেই ডাকে সারা দিয়ে , তৃণমুলীদের সন্ত্রাসের মাধ্যমে নির্লজ্জ ভাবে সমবায় দখলের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানালো । যে ২১টি আসনে ( ৫ টি কনস্টিটিউয়েন্সির )  ‘প্রহসনের নির্বাচন’ হয় , সেখানে ভোটার ছিল ৪৯৯ জন । ভোটদানে বিরত ছিলেন ৩১৭ জন ( ৬৪% )।

No comments:

Post a Comment