Sunday 16 April 2017

ভয় নয়,ভীতি নয়, আমাদের এগোতেই হবে – অঞ্জু কর



দুর্গাপুর,১৬ই এপ্রিল – আজ দুর্গাপুরের বেনাচিতির আনন্দধারা ভবনে প্রয়াত পার্টি নেত্রী গীতা চ্যাটার্জীর স্মরনসভা এ কথা বলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যা অঞ্জু কর । গত ৩রা এপ্রিল পার্টির সর্বক্ষনের কর্মী ও পার্টির দুর্গাপুর ২ পশ্চিম জোনাল কমিটির প্রাক্তন সদস্যা গীতা চ্যাটার্জীর জীবনাবসান হয় । বিগত শতাব্দীর ৬০’ দশকে স্বামীর কর্মসূত্রে দুর্গাপুরে আসেন এবং ইস্পাতনগরীর ৬০-৭০ এর দশকে উত্তাল দিনগুলিতে প্রথমে স্বামীর সাথে গণসংগীত শিল্পী হিসেবে গন-আন্দোলনের সাথে যুক্ত হলেও পরে দুর্গাপুর তথা বর্ধমান জেলার অন্যতম মহিলা সংগঠকে উত্তীর্ণ হয়েছিলেন । শিশু শিক্ষা প্রসার ও মহিলা সমবায় ব্যাঙ্ক প্রতিষ্ঠায় তাঁর অন্যন্য অবদান ছিল । ১৯৭৩ সালে সন্ত্রাসের কালো দিনে তিনি পার্টি সভ্যপদ লাভ করেন । সেই কথা স্মরন করিয়ে দিয়ে  অঞ্জু কর বলেন সংসারের অসম্ভব প্রতিবন্ধকতার মধ্যেও প্রয়াত গীতা চ্যাটার্জী পার্টির জন্য কঠিনতম দিনে অসম্ভব সাহস ও আত্মপ্রত্যয়ের সাথে পার্টি কে এগিয়ে নিয়ে গেছেন । এই শিক্ষা পার্টি কর্মীদের আত্মস্হ করে আজকের জটিল পরিসহিতির মধ্যে জনগনের মাঝে গিয়ে পার্টির কাজ এগিয়ে নিয়ে যেতে হবে । আজ পঃ বঙ্গে কৃষকেরা ফসলের দাম থেকে বঞ্চিত হয়ে আত্মহত্যা করছে,শ্রমিকরা কাজ হারিয়ে পথে বসছেন,রাষ্ট্রায়ত্ব শিল্প তুলে দেওয়া হচ্ছে,নতুন শিল্প আসছে না,বেকার যুবকদের কাজে সুযোগ নেই ।গনান্ত্রিক অধিকার,শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে । রেশনিং ব্যবস্হা তুলে দেওয়া হচ্ছে । ভয়াবহ আক্রমন শানিত হচ্ছে মহিলাদের উপর । মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নারী ও শিশু পাচারে এক নম্বর পঃ বঙ্গ । অ্যাসিড হামলার শিকার মহিলারা  সুপ্রীম কোর্ট নির্দশিত ক্ষতিপূরন পর্যন্ত রাজ্য সরকারের কাছে পায় নি । তৃণমূল সরকারের প্রত্যক্ষ্য মদতে জমি-লুঠ চলছে । মানুষ রুখে দাঁড়াচ্ছেন । ভাঙ্গর,ভাবা দিঘি ও আউসগ্রাম প্রতিরোধের পথ দেখাচ্ছে । অন্যদিকে তৃণমূলের দোসর বিজেপি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন,শ্রেনী-ঐক্য ভাঙ্গতে ধর্মের নামে বিভাজনের কৌশল নিয়েছে । সংবিধান এর বিরু্ধচারন করে রাষ্ট্র-সরকার কে ধর্মীয় রূপ দিতে চাইছে । তৃণমূল ও বিজেপি-র এই যুগপৎ ভয়ংকর আক্রমনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে । পার্টির উপরেও ভয়াবহ সন্ত্রাস চালানো হচ্ছে । কিন্তু কমিউনিষ্টরা অন্য ধাতুতে গড়া । শত বাঁধা অতিক্রম করে পার্টি এগিয়েছে , জনগনের অধিকার প্রতিষ্ঠায়। আজও এগোবেই । সেই পথই দেখিয়েছেন প্রয়াত গীতা চ্যাটার্জীর মত সহজ-সরল জীবন ধারায় বিশ্বাসী ,কিন্তু লক্ষ্য প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ হাজার হাজার পার্টি কর্মী । তাদের মত লক্ষ্যে অবিচল হওয়ার জন্য তিনি আহ্বান জানান ।

 এছড়াও ,আজকের সভায় বক্তব্য রাখেন মহাদেব পাল,বিপ্রেন্দু চক্রবর্তী,বিধায়ক সন্তোষ দেবরায় ,মহিলা নেত্রী সাধনা মল্লিক ও রথীন রায় ।












No comments:

Post a Comment