Sunday 23 April 2017

অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে আরও বৃহত্তর লড়াই এর প্রস্তুতি শুরু ।



দুর্গাপুর,২৩ এপ্রিল : অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে আরও বৃহত্তর লড়াই এর প্রস্তুতি শুরু করে দিল ট্রেড ইউনিয়ন সহ অন্যান্য গন-সংগঠন সমূহের যৌথ মঞ্চ । আজ অ্যালয় স্টিল প্ল্যান্টের স্টেডিয়ামের প্যাভেলিয়নে এক যৌথ সভায় , অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ এর ডাকে গত ১১ই এপ্রিল,অ্যালয় স্টিল প্ল্যান্টে ধর্মঘট সর্বাত্বক করার জন্য অ্যালয় স্টিল প্ল্যান্টের শ্রমিক ও তাদের পরিবারবর্গ  কে নেতৃবৃন্দ অভিনন্দন জানান । একই সাথে , নিরঙ্কুস জনমত উপেক্ষা করে  এখনও অ্যালয় স্টিল প্ল্যান্টের বেসরকারীকরনের  প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করা হয় । এ দিনের সভায় আগামী কর্মসূচী স্হির হয়েছে । ঠিক হয়েছে , আগামী দিনে দুর্গাপুরের সমস্ত কারাখানার প্রতিনিধিদের নিয়ে কারখানা বন্ধ ও বেসরকারীকরনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ঠিক করতে এক বিশাল যৌথ কনভেনশনের আয়োজন করা হবে । এছাড়া,আগামী ২৬শে এপ্রিল  অ্যালয় স্টিল প্ল্যান্টের মেইন গেটে যৌথ সমাবেশের ডাক দেওয়া হয়েছে । আজকের সভায় উপস্হিত ছিলেন বিনয়েন্দ্র কিশোর চক্রবর্তী, বিকাশ ঘটক,অনীত মল্লিক,বিপ্রেন্দু চক্রবর্তী,রবি ঠাকুর,বাদল চক্রবর্তী,মহাব্রত কুন্ডু,সুবীর সেনগুপ্ত প্রমূখ নেতৃবৃন্দ । সভাপতিত্ব করেন দুর্গাপুর ( পূর্ব ) এর বিধায়ক সন্তোষ দেবরায় ।


No comments:

Post a Comment