Tuesday 25 April 2017

ইস্পাতনগরীর পরিকল্পিত পরিষেবা ব্যবস্হা মজবুত করার দাবী জোড়ালো হচ্ছে ।



দুর্গাপুর,২৫শে এপ্রিল : দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-পয়োঃপ্রনালী ব্যবস্হা গুরুতর সমস্যার সামনে পড়ছে । গত ১৫ দিন ধরে ইস্পাতনগরীর এস.এন.ব্যানার্জী রোডের বিস্তীর্ন অঞ্চলের কোয়ার্টারের অধিবাসীরা জলের সরবরাহের অভাবে ভয়াবহ অবস্হার সম্মুখীন হন । পানীয় জলের পাইপ ফুটো হয়ে ম্যানহোলের জল সাথে মিশে যায় । দূষিত জল পান করে ঐ অঞ্চলের কোয়র্টারের বহু মানুষ অসুস্হ হয়ে পড়েন । ১৪ জন কে হাসপাতালে ভর্তি করতে হয় । খবর পেয়ে স্হানীয় বিধায়ক সন্তোষ দেবরায় এলাকায় ছুটে যান । দলে দলে এলাকার মানুষ বিশেষ করে বাড়ীর মহিলরা  বিধায়কের কাছে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরেন । বিধায়ক কালবিলম্ব না করে ইস্পাত কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( সিআইটিইউ ) এর নেতৃবৃন্দ এর সাথে যোগাযোগ করেন । এরপরেই কর্তৃপক্ষের সাথে ইউনিয়ন সমূহের  নেতৃবৃন্দে  আলোচনা শুরু হয় । পরিস্হিতি মোকাবিলায় জরুরী ব্যবস্হা গ্রহনের জন্য ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ দাবী জানায় । কর্তৃপক্ষ দাবী মেনে জলের সরবরাহের ট্যাঙ্ক্যারের সংখ্যা বৃদ্ধি করে এবং পানীয় জলের সরবরাহকারী পাইপ লাইন ঠিক করার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও লোকবল নিয়োগ করে দূষনের জায়গা খুঁজে পায় ও মেরামতি শুরু করেছে । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে মেরামতির কাজ শেষ হওয়ার মুখে । এ দিকে ইউনিয়নের সাথে কোন আলোচনা ছাড়াই কর্তৃপক্ষ একতরফা ভাবে টাউনশীপে দিনে একবার জল সরবরাহের সিদ্ধান্ত নেওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে । কর্তৃপক্ষের কাছে  ইউনিয়নের পক্ষে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীও জানানো হয়েছে বলে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষে বিশ্বরূপ ব্যানার্জী জানিয়েছেন । এছাড়াও তিনি , সুষ্ঠ নাগরিক পরিষেবার জন্য ও  ইস্পাতনগরীর জল-বিদ্যুৎ-পয়োঃপ্রনালী ব্যবস্হা উন্নতির জন্য , কর্তৃপক্ষ কে উপযুক্ত ব্যবস্হা গ্রহনের দাবী জানিয়েছেন ।

No comments:

Post a Comment