Saturday 27 May 2017

অনায্য ভাবে অ্যালয় স্টিল প্ল্যান্টের সমবায় নির্বাচন স্হগিত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল সিআইটিইউ ।



দুর্গাপুর,২৭শে মে : গতকাল এ.আর.সি.এস এর থেকে নিযুক্ত রিটার্নিং অফিসার অশোক মন্ডল হটাৎ এক বিজ্ঞপ্তি  দিয়ে  অ্যালয় স্টিল প্ল্যান্ট এমপ্লয়িজ কো অপঃ ক্রেডিট সোসাইটি লিমিটেডের আসন্ন নির্বাচন একতরফা ভাবে স্হগিত করার আদেশ জারী করেছেন । এই ঘটনায় কারখানায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে । কারন এই সমবায়ে শ্রমিক ও আধিকারিকদের বিপুল পরিমান অর্থ লগ্নি করা আছে । আগামী ২২শে জুনের মধ্যে নির্বাচন না হলে শ্রমিক প্রতিনিধির পরিবর্তে রাজ্য সমবায় দফ্তরের নিযুক্ত প্রশাসক নিযুক্ত হবে । ফলে বিপুল পরিমানের লগ্নির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ।

বিগত ২০১২ সালের ২০শে এপ্রিল নির্বাচনের নামে প্রহসন করে জোরপূর্বক সমবায়ের দখল নেয় তৃণমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সি । তার পরে দামোদর দিয়ে অনেক জল গড়িয়েছে । অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের বিরোধীতা এবং রাজ্যের তৃণমূল সরকারের বেসরকারীকরনের জন্য মোদি সরকারের প্রতি ‘ নীরব-সমর্থন ’ , শ্রমিক ও আধিকারিকদের কাছে তৃণমূলের মুখোসের আড়ালে আসল মুখ দেখিয়ে দিয়েছে । এমন কি,বেসরকারীকরনের বিরুদ্ধে গত ১১ই এপ্রিল যৌথমঞ্চের ডাকে ঐতিহাসিক ধর্মঘটে,নেতৃত্বের নির্দেশ অমান্য করে দলে দলে তৃণমূলের  সাধারন সদস্য ধর্মঘটে যোগদান করেন । অ্যালয় স্টিল প্ল্যান্ট সহ গোটা দুর্গাপুর শিল্পাঞ্চলে তৃণমূলের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে । তাই নির্বাচনের মুখোমুখি হতে তৃণমূল ভয় পাচ্ছে বলে অভিমত জানিয়েছে  হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার পক্ষে সম্পাদকমণ্ডলীর আহ্বায়ক মলয় ভ্টাচার্য । তিনি রিটার্নিং অফিসারে জারী করা বিজ্ঞপ্তি সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে কারখানার অভ্যন্তরে নিরাপত্তার বিষয়টি দেখে সি.আই.এস.এফ । এক্ষেত্রে নির্বাচন হয় কারখানার অভ্যন্তরে । তাহলে পুলিশের অজুহাতে নির্বাচন স্হগিত করার যুক্তি ধোপে টেকে কি করে ? তিনি আরও জানান যে অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচানোর জন্য যৌথ আন্দোলনের সাথে সাথে অবিলম্বে সমবায় নির্বাচনের দাবীতে জোরদার আন্দোলন চালিয়ে যেতে হিন্দুসহান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ( সি.আই.টি.ইউ ) বদ্ধপরিকর । এক্ষেত্রে অন্য ইউনিয়নগুলির সাথে ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করা হবে ।

No comments:

Post a Comment