Monday 1 May 2017

ঐতিহাসিক মে দিবস পালন করল ইস্পাতনগরী ।



দুর্গাপুর,১লা মে : আজ সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহাসিক মে দিবস পালন করল ইস্পাতনগরী সকালে প্রথমে বিভিন্ন ইউনিয়ন দফ্তর সেক্টার অফিসে রক্তপতাকা উত্তোলন করা হয় বি.টি.রণদিভে ভবনে ( ১নং বিদ্যাসাগর এভিন্যুরক্তপতাকা উত্তোলন করেন পি.কে.দাস ( এস.ডব্লু.এফ.আই) বিশ্বরূপ ব্যানার্জী ( এইচ.এস..ইউ ) এইচ.এস..ইউ এর অ্যালয় স্টিল প্ল্যান্ট শাখার ইউনিয়ন দফ্তরে ( / তিলক রোড ) রক্তপতাকা উত্তোলন করেন প্রনব চক্রবর্তী ট্রাঙ্ক রোডে ইউ.সি.ডব্লু.ইউ এর ইউনিয়ন দফ্তরে রক্তপতাকা উত্তোলন করেন বিভূতি দাস মন্ডল । বি.টি.রণদিভে ভবন থেকে ইস্পাত শ্রমিকদের একটি বিশাল মোটর বাইক মিছিল ইস্পাতনগরীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মূল অনুষ্ঠান স্হল আশীষ মার্কেটে পৌঁছায় । আশীষ মার্কেটে রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা জীবন রায় শহীদ বেদীতে মাল্যদান করেন জীবন রায় , সন্তোষ দেবরায় , নির্মল ভট্টাচার্য , সুবীর সেনগুপ্ত সহ বিভিন্ন বামপন্হী দল ,ট্রেড ইউনিয়ন,গন-সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠান । জব্বরবাগেও শহীদ বেদীতে মাল্যদান করা হয় । এরপরে আশীষ-জব্বর ভবনে রক্তপতাকা উত্তোলন করেন প্রবীন শ্রমিক নেতা অজিত মুখার্জী । বিকালে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ( এইচ.এস.ই.ইউ ) উদ্যোগে বি.টি.রণদিভে ভবনে গন কনভেনশনে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি রথীন রায় ও অর্ধেন্দু দাক্ষী । বিভিন্ন  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।




























No comments:

Post a Comment