Tuesday 9 May 2017

ইস্পাতনগরীতে জল সরবরাহ সহ সমস্ত নাগরিক পরিষেবার সমস্যার স্হায়ী সমাধান চায় সিআইটিইউ ।



দুর্গাপুর , ৯ই মে : প্রচন্ড দাবদাহের মধ্যে ইস্পাতনগরী তে গত পাঁচ দিন ধরে চলা তীব্র জলসংকটের আংশিক উন্নতি হলেও ,বর্তমানে মেরামতির কাজ শেষ হলেই সমস্যার স্হায়ী সমাধানের জন্য ‘সেট’ এর প্রস্তাব অনুসারে সামগ্রিক জল সরবরাহ বব্যস্হার আধুনীকিকরন চাই । এই দাবীতে হিন্দুস্হান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন (সিআইটিইউ) এর ডাকে    আজ দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে এক বিশাল শ্রমিক বিক্ষোভ হয় । বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ কে সতর্ক করে দিয়ে বলেন যে প্রায় ৬০ বছরের পুরনো ইস্পাতনগরীর জীর্ণ জল-বিদ্যুৎ-রাস্তা-নিকাশী ব্যবস্হা-কোয়ার্টার মেরামতির মত প্রায় সমস্ত ধরনের পরিষেবার আধুনিনীকরনের বিষয়ে ক্রমান্বয়ে অবহেলার জন্য আজকের এই সংকটজনক পরিস্হিতি তৈরি হয়েছে । এই বিষয়ে ইউনিয়নের পক্ষ থেকে বারংবার কর্তৃপক্ষের তুলে ধরা হলেও স্হায়ী সমাধানের জন্য কোন ব্যবস্হা নেওয়া হয় নি । অথচ ইস্পাতনগরীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নাগরিক পরিষেবার চাহিদা অত্যাধিক বেড়েছে । তাই জল সরবরাহ সহ সমস্ত  নাগরিক পরিষেবার আধুনিকীকরনের কাজ অবিলম্বে শুরু না করা হলে , শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবেন । অন্যদিকে তৃণমূলের হিংসাশ্রয়ী আন্দোলনের তীব্র সমালোচনা করে নেতৃবৃ্ন্দ ইস্পাত কর্তৃপক্ষ কে শৃংখলা বজায় রাখার জন্য গত রবিবার ইউনিয়ন নেতৃবৃ্ন্দ ও উচ্চ পদস্হ আধিকারিকের উপর হামলার জন্য দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া শাস্তির দাবী জানিয়েছেন । একই সাথে জলের ট্যাঙ্ক ও জল সরবরাহের সাথে যুক্ত শ্রমিকদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবী জানান । শ্রমিক ও নাগরিক বৃন্দ কাছে নেতৃবৃন্দের পক্ষ থেকে  কোনও প্ররোচনা পা না দেওয়া ও গুজবে কান না দেওয়ার জন্য আবেদন জানানো হয় । বিক্ষোভ চলাকালীন ইডি ( ওয়ার্কস ) এর দফ্তরে ইউনিয়নের এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দেন । বক্তব্য রেখেছেন বিশ্বরূপ ব্যানার্জী ,কবিরঞ্জন দাসগুপ্ত ,ললিত মিশ্র ও স্বপন মজুমদার ।

No comments:

Post a Comment